বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম হল রেল (Indian Railways) নেটওয়ার্ক। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকার জন্য নির্ভর করেন রেল পরিবহনের উপর। ভারতের মত সাধারণ আয়ের দেশে লোকাল ট্রেন পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম খরচায় দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রেলের জুড়ি মেলা ভার। এই কারণেই ভারতের রেল ব্যবস্থাকে বলা হয় এদেশের লাইফ লাইন। আমরা মাঝেমধ্যেই ভারতীয় রেল সম্পর্কে নানান ধরনের আশ্চর্যজনক খবর আপনাদের দিয়ে থাকি। আজ এরকম একটি খবর আপনাদের দিতে চলেছি।
ভারতের প্রত্যেকটি রেল স্টেশনের সাথেই কোন না কোন ইতিহাস জড়িয়ে রয়েছে। কিছু রেলস্টেশন রয়েছে যাদের নামের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কোন ঘটনা। আজ আপনাদের এরকমই পাঁচটি রেল স্টেশনের নাম বলতে চলেছি যেগুলি বেশ মজাদার।
১. সালি: রাজস্থানে অবস্থিত ‘সালি’ রেলওয়ে স্টেশন। রাজস্থানের যোধপুর জেলায় ‘সালি’ নামের এই রেল স্টেশনটির নাম বেশ মজাদার। এটি আজমির শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশনটি সংযুক্ত রয়েছে উত্তর-পশ্চিম রেলওয়ের সাথে।
২. গুন্ডা, বিহার: শুনতে অদ্ভুত লাগলেও ‘গুন্ডা বিহার’ একটি রেল স্টেশনের নাম। তবে এই রেলস্টেশনটি বিহারে অবস্থিত নয়। ঝাড়খণ্ডের টাটানগর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ‘গুন্ডা বিহার’ রেলওয়ে স্টেশন রয়েছে।
৩. দিওয়ানা: না, এটি কোন সিনেমার নাম নয়। ‘দিওয়ানা’ একটি রেল স্টেশনের নাম। কখনও কেউ কল্পনাও করতে পারবেন না যে এই ধরনের নামের কোন রেলস্টেশন হতে পারে। ছোট্ট এই রেল স্টেশনটি রয়েছে হরিয়ানার পানিপথ জেলায়। এই স্টেশনে মাত্র দুটি প্ল্যাটফর্ম আছে।
৪. বিবিনগর: কাজীপেট-সেকেন্দ্রাবাদ ও গুন্টুর – সেকেন্দ্রাবাদ লাইনের মাঝে বিবিনগর স্টেশনটি অবস্থান করে। এই রুট দিয়ে বহু লোকাল ট্রেন যাতায়াত করে প্রতিদিন।
৫. নানা: উদয়পুরে ‘নানা’ রেলস্টেশনটি অবস্থিত। উত্তর-পশ্চিম রেলওয়ের যোধপুর বিভাগে অবস্থিত এই স্টেশনটির নাম অনেকেই অবাক করে দেয়। স্টেশনটির অবস্থান রাজস্থানের পোখকারের খুবই কাছে।