চারদিনে কলকাতা দখলের হুঁশিয়ারি! ‘কব্জি কেটে নেব’! বাংলাদেশকে চরম হুঁশিয়ারি পীরজাদা ত্বহা সিদ্দিকির

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছুটা সময় ধরে শিরোনামে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার আঁচ এপারেও এসে পড়েছে। এর মধ্যেই আবার চারদিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছেন সেদেশের এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এবার বাংলাদেশকে পাল্টা ‘হুঙ্কার’ দিলেন হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী।

  • বাংলাদেশকে (Bangladesh) কড়া হুঁশিয়ারি পীরজাদা ত্বহা সিদ্দিকীর

সম্প্রতি এই বিষয়ে মুখ খোলেন ফুরফুরা শরিফের পীরজাদা। শুধুমাত্র বাংলাদেশ নয়, যে কোনও দেশ যদি ভারতবর্ষের দিকে হাত বাড়ায় বা আঙুল তোলে, তাহলে সেই হাত বা আঙুল কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে বলেন, বাংলাদেশ এবং পাকিস্তান (Pakistan) একসঙ্গে হাত মিলিয়ে যদি ভারতকে চমকাবে বলে মনে করে থাকে, তাহলে সেইদিন চলে গিয়েছে। দুই দেশেই সংখ্যালঘু এবং সংখ্যাগুরুরা সুখে শান্তিতে বাস করুক, চান তিনি।

পীরজাদা ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui) বলেন, অসৎ চরিত্রের কয়েকজন রাজনৈতিক নেতা আমাদের সুখ, শান্তি, ঐক্য নষ্ট করতে চাইছেন। সেই চেষ্টা অসফল হবে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গেই বলেন, যারা দু’দেশের মধ্যে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাঁরা দেশের ভালো চান না। তাঁরা সেই সব বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না বলে জানান ফুরফুরা শরিফের পীরজাদা।

আরও পড়ুনঃ অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৬০০০ টাকা করে, দুর্দান্ত প্রকল্প সরকারের, কারা পাবেন?

ত্বহা সিদ্দিকীর কথায়, দেশের এবং বাংলার সরকারের দিকে আমরা তাকিয়ে রয়েছি। ধর্মের পরিচয় আগে না দেখে অসৎ চরিত্রের কিছু রাজনৈতিক নেতাদের পাল্লায় পড়ে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট না করার আবেদন জানিয়েছেন তিনি। বাংলা তথা সমগ্র দেশের মানুষের কাছে এই আর্জি জানিয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা।

Twaha Siddiqui warning to Bangladesh

এদিকে বাংলাদেশের (Bangladesh) অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের চারদিনে কলকাতা দখলের হুঁশিয়ারি এপার বাংলার রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রত্যেকে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।

সম্প্রতি মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বাংলাদেশ (Bangladesh) প্রসঙ্গে বলেন, ‘দরকার হলে মাঠে নেমে যোগ্য জবাব দেব। বাংলাদেশের মোকাবিলা করা আমাদের কাছে নস্যিস্বরূপ। যারা বাংলাদেশে বর্বরের মতো আচরণ করছেন, তাঁদের আমরা ৪৫ লক্ষ মুর্শিদাবাদবাসীই যোগ্য জবাব দেব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর