চেয়ার টেবিল নিয়ে ভেগেছেন আগের জন! বাধ্য হয়ে মেঝেতে বসে পরিষেবা দিচ্ছেন কল্যাণীর কাউন্সিলর

বাংলাহান্ট ডেস্ক : ওয়ার্ড অফিস নাকি ছোটোদের পাঠশালা বোঝা দায়। মেঝেতে বসেই চলছে কাজ। এমনকি খোদ কাউন্সিরল অবধি মেঝেতে বসেই পরিষেবা দিচ্ছেন মানুষকে। হ্যাঁ, এমন চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছে নদিয়া জেলার কল্যাণীর ৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগ অফিসের সমস্ত চেয়ার টেবিল, আসবাব পত্র, এমনকি আলমারি অবধি নিয়ে চলে গেছেন প্রাক্তন কাউন্সিলর। সেই কারণেই আপাতত মেঝেতে বসেই কাজ চালাতে হচ্ছে নব নির্বাচিত কাউন্সিলরকে।

এর আগে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রমেন্দ্র নাথ বাইন। এবারের পুরভোটে জিতে এই ৮ নম্বর ওয়ার্ডের গদি দখল করেছেন লক্ষ্মী ওরাওঁ। উল্লেখ্য, দুজনেই তৃণমূলেরই নেতা নেত্রী। কিন্তু লক্ষ্মী দেবীর অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর যাওয়ার সময় ওয়ার্ড অফিসের সব কিছুই সঙ্গে নিয়ে গেছেন। চেয়ার, টেবিল, আলমারি বাদ যায়নি কিছুই। যার জেরে এখন অফিসে কিছুই না থাকায় মেঝেয়ে বসেই কাজ করতে হচ্ছে সব্বাইকে। এহেন ঘটনায় কার্যতই তোলপাড় গোটা এলাকা।

   

nadia 2

যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন প্রাক্তন কাউন্সিলর। তাঁর দাবি, ওয়ার্ড অফিসের আসবাব পত্র না তিনি নিয়ে এসেছেন, আর না’ই চুরি হয়েছে। অফিসের পাশেই একটি দলীয় কর্মসূচির কারণে সেগুলি অফিস থেকে বের করে নিয়ে যাওয়া হয় বলেই জানিয়েছেন তিনি। তাঁর মতে পুরো কাজটাই ভুলবশত করেছেন দলের কর্মীরা। এমনকি সেই চেয়ার টেবিল নাকি ভুল করেই কর্মীরা রেখে গিয়েছে তাঁর বাড়িতে।

উল্লেখ্য, রাজ্যজুড়ে দলের অন্দরে কোন্দল এবং গোষ্ঠী দ্বন্দ্বের কারণে স্বভাবতই অস্বস্তিতে দল। দলের ভিতরেই ছোটো বড় একাধিক ফাটল ঢাকতে শীর্ষ নেতৃত্ব তৎপর হলেও বারবারই যেন কোনও না কোনও উপায়ে সামনে চলে আসছে আসল ছবি। নদীয়ার ওয়ার্ড অফিসের এই ঘটনা যে আরও খানিকটা বাড়িয়ে তুলল ঘাসফুল শিবিরের অস্বস্তি তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর