ফের সস্তা হল রান্নার তেল, এবার ব্যাপক হারে কমল দাম! জেনেনিন নতুন রেট

বাংলাহান্ট ডেস্ক : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি ভোজ্য তেলের দাম বৃদ্ধি চিন্তায় ফেলেছিল মধ্যবিত্তকে। এবার বেশ কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। কমতে চলেছে ভোজ্য তেলের দাম। কেন্দ্রীয় সরকারের তরফে জুলাইয়ের প্রথম সপ্তাহের নির্দেশ দেওয়া হয় ভোজ্য তেলের দাম কমানোর জন্য। সরকারের তরফে আলোচনা করা হয় দেশের প্রথম সারির ভোজ্য তেল প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিদের সাথে। এরপর ধীরে ধীরে কমতে শুরু করে ভোজ্য তেলের দাম। দাম কমিয়ে নতুন দাম ঘোষণা করা হলো আদানি উইলমার, জেমিনি, ইমামির তরফে।

ইমামি হেলদি এন্ড টেস্টি সোয়াবিন অয়েল এর ১ লিটার প্যাকেটের দাম ছিল ২১৫ টাকা। তা কমিয়ে ১৮০ টাকা করা হচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চিখানি ওয়েলের দাম ২১৫ টাকা থেকে কমিয়ে ১৯৮ টাকা করা হয়েছে। এর পাশাপাশি ইমামি হেলদি রাইস ব্র্যান্ড এর ১ লিটার তেলের দাম ছিল ২২০ কোটি টাকা। নতুন দাম ধার্য করা হয়েছে ১৯০ টাকা।

আদানি গোষ্ঠী আজ ঘোষণা করে ১ লিটার সোয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে কমিয়ে ১৬৫ টাকা করা হয়েছে। ফরচুন সানফ্লাওয়ার তেল ২১০ টাকা লিটারের পরিবর্তে ১৯০ টাকা করা হয়েছে। ২২৫ টাকা মূল্যের ১ লিটার রাইসব্র্যান অয়েলের দাম কমিয়ে করা হয়েছে ২১০ টাকা।

অন্যদিকে ফ্রিডাম সানফ্লাওয়ার ১ লিটার প্যাকেটের তেলের দাম ২১০ টাকা থেকে কমিয়ে ১৯০ টাকা করেছে।ফ্রিডম রাইসব্র্যান তেলের ১ লিটার প্যাকেটের দাম ছিল ১৯০ টাকা। এখন থেকে তা পাওয়া যাবে ১৭৫ টাকায়। ২২৫ টাকা লিটার প্যাকেটের কাচ্চি ঘানি তেল এখন মিলবে ১৮৫ টাকায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর