বাংলা হান্ট ডেস্ক : আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা (Indian Army)। ফিউচার রেডি কমব্যাট ভেহিকল (Future Ready Combat Vehicle) নামে একটি অত্যাধুনিক নতুন প্রজন্মের ‘ফিউচার ট্যাঙ্ক’কে (Future Tank) ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা দফতর। যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণে আরও একধাপ এগোল ভারতীয় সেনা।
পাকিস্তান এবং চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পার্বত্য অঞ্চলে এই সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হবে বলে জানা যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে তার চার দশকেরও বেশি পুরনো রুশ থেকে আনা টি-৭২ যুদ্ধ ট্যাঙ্ককে সরিয়ে সেখানে রাখা হবে এই অত্যাধুনিক ট্যাঙ্ক। প্রতিরক্ষা দফতর সূত্রে খবর সেনাবাহিনী মোট ১৭৭০টি ফিউচার ট্যাঙ্ক সংগ্রহ করছে। তিনটি ধাপে এই কাজ করা হবে। প্রতিটি ধাপে মোট ৫৫০-৬০০টি করে ট্যাঙ্ক মোতায়েন করা হবে।
প্রতিরক্ষা দফতর জানিয়েছে, ‘আমরা আশা করি যে পুরো পরিকল্পনাটি ৪ থেকে ৫ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। উৎপাদন শুরু করতে আরও দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে। তাই ২০৩০ সালের মধ্যে, আমরা ফিউচার সাঁজোয়া গাড়িকে অন্তর্ভুক্ত করা শুরু করব।’ সূত্র মারফত খবর, আগামী ১০-১২ বছরের মধ্যেই শেষ হবে সমস্ত পর্যায়ের কাজ।
এফআরসিভি-এর বিষয়ে বিশদভাবে তথ্যের অনুরোধে বলা হয়েছে, একটি বহুমুখী অস্ত্রের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে এটিতে। বিশেষ প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করবে এবং খাদ্য সরবরাহের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর (IA) সামগ্রিক কার্যকারিতা আরও উন্নত করবে এই ফিউচার ট্যাঙ্ক।
আরও পড়ুন : ‘আমি হিন্দু, শ্রী রামচন্দ্র আমার প্রেরণা!’, কেমব্রিজের রামকথা অনুষ্ঠানে অংশ নিয়ে বললেন ঋষি সুনাক
জানা যাচ্ছে, একবার মোতায়েন করার পর এফআরসিভি পরবর্তী ৩৫-৪০ বছরের জন্য পরিষেবাতে দেবে। তাই পরবর্তী প্রজন্মের উন্নত প্রযুক্তিকে গ্রহণ করার ক্ষমতাকে বাড়ানোর জন্য সম্পূর্ণ ডিজিটালাইজড ডেটা ব্যাকবোন এর সঙ্গে যুক্ত করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে যে ফিউচার ট্যাঙ্কগুলিতে প্রথম ধাপে সংগ্রহ করা হবে, তাতে বর্তমান প্রযুক্তি থাকবে, দ্বিতীয় ধাপে উন্নত প্রযুক্তি থাকবে এবং তৃতীয় ধাপে ভবিষ্যত প্রযুক্তি যুক্ত থাকবে।