বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানি (Pakistan) শিল্পীদের সঙ্গে একত্রে কাজ করা যাবে না। ধরা পড়লেই জুটবে কঠিন শাস্তি। এমনটাই সাফ সাফ জানিয়ে দিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ (FWICE)। ভারতের এই কঠিন পরিস্থিতিতেও সীমান্তে এখনও জওয়ানদের ওপর অতর্কিতে হামলা করছে পাকিস্তান। তাই দেশের কথা মাথায় রেখে কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করল FWICE।
লকডাউন চলাকালীন বাড়ির বাইরে বেরোনো নিষেধ থাকায় বহু তারকা অনলাইনে কনসার্টের ব্যবস্থা করছেন। বাড়ি বসেই স্কাইপ বা জুমের মতো অ্যাপ দিয়ে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। এই সময় ভারতীয় শিল্পীদের সঙ্গে পাকিস্তানি শিল্পীদেরও যোগদান করতে দেখা যাচ্ছে। বলিউডের ওই শিল্পী ও তারকাদের উদ্দেশ্যেই এবার নোটিশ জারি করল FWICE।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নোটিশ জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ। নোটিলে বলা হয়েছে ‘ভারতে পাকিস্তানি শিল্পীদের বয়কট করা হয়েছে। এই মুহূর্তে ভারত করোনা মোকাবিলায় ব্যস্ত। এর মধ্যেও পাকিস্তান সীমান্তে ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালাচ্ছে। তা সত্ত্বেও ভারতীয় শিল্পী ও গায়করা পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করছে।’
No working with #Pakistani artists, singers, technicians, no working on digital platforms too… #FWICE issues stern warning… OFFICIAL STATEMENT… pic.twitter.com/q9bsQaTOU2
— taran adarsh (@taran_adarsh) April 12, 2020
নোটিশে আরও জানানো হয় কোনও ভারতীয় শিল্পী বা গায়ককে পাকিস্তানি শিল্পী বা টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করতে দেখলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা