বলিউডে নয়া ইতিহাস, মাঝরাত থেকে ভোর পর্যন্ত সব শো হাউজফুল! খেল দেখাচ্ছে ‘গদর ২’

বাংলাহান্ট ডেস্ক: যারা ভেবেছিলেন বলিউডের দম শেষ, তাদের সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল ‘গদর ২’ (Gadar 2)। ডুবতে বসা হিন্দি ইন্ডাস্ট্রিকে নতুন দিশা দেখাচ্ছে সানি দেওল আমিশা পটেলের কামব্যাক ছবি। মুক্তির পর থেকেই একের পর এক চমক দিচ্ছে গদর ২। দু দশক পর পর্দায় ফিরে নিত্য নতুন রেকর্ড গড়ে চলেছে তারা সিং। মাল্টিপ্লেক্সগুলির কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ছবি।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। গদর ২ এর সঙ্গে সঙ্গেই পর্দায় এসেছে ‘ওহ মাই গড ২’। এছাড়া হলিউডের ‘ওপেনহাইমার’ তো রয়েছেই। কিন্তু অন্য সব ছবিকে ঘোল খাইয়ে একাই ব্যাটিং করছে গদর ২। মুক্তির পর মাত্র ৩ দিনেই ১০০ কোটি ছুঁয়ে ফেলেছে সিনেমাটি।

Gadar 2 midnight to morning shows housefull

বেশিরভাগ শো হাউজফুল চলছে গদর ২ এর। সাধারণত দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরে মধ্যরাতের শো হাউজফুল দেখা যায়। কিন্তু গদর ২ যেন সব হিসেব উলটে দিয়েছে। আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাটের মতো শহরেও মধ্যরাত থেকে গভীর রাতের শো রাখা হচ্ছে গদর ২ এর।

আরও পড়ুন: আগে থেকেই ছিল র‌্যাগিং, এখন আরো ভয়ঙ্কর! যাদবপুরের অন্দরের কিসসা ফাঁস করলেন চিরঞ্জিত-পায়েলরা

জানা যাচ্ছে, রবিবার ১৩ অগাস্ট একাধিক মাল্টিপ্লেক্সে মধ্যরাতের শো রাখা হয়েছে বলে খবর। সুরাটের একটি সিনেমা হলে রাত ১:১৫ র শো রাখা হয়েছে। এর আগের প্রতিটি শো-ই হাউজফুল বলে জানা গিয়েছে। সুরাটে আইনক্স মাল্টিপ্লেক্সের মোট ৬টি স্ক্রিনে রাত ১২ টা থেকে সকাল ৮টা পর্যন্ত একটানা গদর ২ দেখানো হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: একটা সিরিয়াল করেই হিট, ধৈর্য্য বলে কিছু নেই, নাম না করে কাকে বিঁধলেন রচনা!

রাজস্থান এবং ইন্দোরেও দৃশ্যটা অনেকটা একই রকম। সেখানে একাধিক সিনেমা হলে রাত ১২:৪৫, দেড়টার সময়ে শো রাখা হয়েছে। টিকিটের এতই চাহিদা যে গভীর রাতের পরেই আবার ভোর ৬:৫০ এও দেখানো হচ্ছে গদর ২। ১৫ অগাস্টের আগেই আরো শো বাড়ানো হতে পারে বলেও শোনা যাচ্ছে যা দর্শকদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর