বাংলা হান্ট ডেস্ক: দু’বার হোঁচট খাওয়ার পর তৃতীয়বারে সাফল্য। শ্রী হরিকোটা (Sriharikota) স্পেস সেন্টার থেকে শনিবার সকাল ১০টা নাগাদ সফল উৎক্ষেপণ হল গগনযানের। সপ্তমীর দিনেই কার্যত সপ্তমে গগনযান (Gaganyaan Mission)। ইতিমধ্যেই সফল উৎক্ষেপণের বিষয়টি ইসরোর (ISRO) তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
প্রথমে শনিবার সকাল ৮টার সময় গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে বলে কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই উৎক্ষেপণের সময় আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। পরে আবার জানানো হয়, আরও ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে উৎক্ষেপণ। তারপর অবশেষে এদিন সকাল ১০টা নাগাদ উৎক্ষেপণ হল গগনযান মিশনের TV-D1এর।
#WATCH | Sriharikota: ISRO launches test flight for Gaganyaan mission after first test flight was aborted pic.twitter.com/pIbmjyJj3W
— ANI (@ANI) October 21, 2023
ইসরো প্রধান জানিয়েছেন, উৎক্ষেপণের মাত্র ৬ সেকেন্ড আগে একটি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছিল। ইঞ্জিন চালু হয়নি। ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ দেখেই সেই সময় উড়ান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৫ সালে গগনযান মিশনে মহাকাশে (Space) মানুষ পাঠাতে চায় ইসরো। সেই যানে থাকবেন তিন মহাকাশচারী। তিন দিন পর সেটি ভারত মহাসাগরে ফিরে আসবে। ২০২৫ সালে এই গগন মিশনের সময় যদি কোনও কিছু পরিকল্পনা মতো না হয় তাহলে নভোশ্চরদের সুরক্ষা প্রশ্নের মুখে থাকবে। সেই কারণে আগে টেস্ট ভেহিকেল পাঠিয়ে সেগুলি পরীক্ষা করবে ইসরো। সব ঠিকঠাকভাবে কাজ করছে কি না সেগুলি খতিয়ে দেখা হবে।
এই গগনযান নিয়ে এর আগে ইসরো প্রধান জানিয়েছিলেন, এই গগন মিশনের মূল লক্ষ্য হল মহাকাশে ক্রুদের নিরাপদে নিয়ে যাওয়া। এর জন্য একটি নির্দিষ্ট লঞ্চ ভেহিকেল তৈরি করা। মহাকাশের ক্রুদের জন্য পৃথিবীর মতো পরিবেশ তৈরি করা। জরুরি অবস্থায় যাতে মহাকাশচারীরা সেখান থেকে বেরিয়ে এসে পৃথিবীতে ফিরতে পারেন তারও ব্যবস্থা করা এবং প্রশিক্ষণ দেওয়া। এই সংক্রান্ত আরও প্রযুক্তিগত উন্নয়নের দিকে আমাদের নজর রয়েছে। এদিন গগনযানের সফল উৎক্ষেপণের পর ইসরো-র তরফে জানানো হয়েছে, পরিকল্পনা মাফিকই চলছে মিশন।