‘যদি কাউকে বলিস…’, বন্ধুর জন্মদিনে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, উত্তেজনা

বাংলা হান্ট ডেস্কঃ নারী সুরক্ষাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য জুড়ে একের পর এক ঘটে চলেছে ধর্ষণের (Rape) ঘটনা। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার গাইঘাটা। অষ্টম শ্রেণীর এক পড়ুয়াকে জোর করে করে বন্ধুর জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে যায় এক প্রতিবেশী যুবক। তারপর সেখানেই তার মুখে ঢালা হয় মদ।

গাইঘাটায় অষ্টম শ্রেণীর পড়ুয়াকে একাধিকবার ধর্ষণ (Rape)

একপ্রকার ধরে-বেঁধে মদ্যপান করানোর পর একাধিকবার ধর্ষণ (Rape) করা হয় নাবালিকাকে।  শুধু তাই নয়, ধর্ষণ (Rape) করার পর মুখ বন্ধ রাখতে নাবালিকাকে রীতিমতো শাসানো হয়েছে বলেও অভিযোগ। ভয় পেয়ে প্রথম দিকে মুখ বন্ধ রাখলেও ৩ দিন পরে পরিবারের কাছে সমস্ত ঘটনা জানিয়ে দেয় নির্যাতিতা।

নাবালিকার মায়ের অভিযোগ, গত ১০ নভেম্বর ওই ঘটনা ঘটেছিল। তার তিনদিন পর বুধবার থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। নাবালিকার মায়ের অভিযোগ ওই যুবক নাকি বেশ কিছুদিন ধরেই তার মেয়ের পিছু ধাওয়া করছিল। ১০ নভেম্বর বন্ধুত্ব করতে চেয়ে মেয়ের ফোন নাম্বারও নিয়েছিল সে।

আরও পড়ুন: বাবা নামের কলঙ্ক! অন্য মহিলার জন্য স্ত্রীর সাথে ঝামেলা, মেয়েকে খুন করে নদীতে ভাসাল গুণধর ব্যক্তি

এরপর ঐদিন বিকালে বন্ধুর জন্মদিনের পার্টির কথা বলে তাকে সেখানে ডেকে নিয়ে যায় ওই যুবক। সেখানেই নাবালিকাকে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার মা জানিয়েছেন মেয়েকে বলা হয়েছিল, ‘যদি কাউকে বলিস তাহলে মেরে দেব’। তাই সে বাড়ি ফিরে এসেও কিছু জানায়নি।

Rape

তবে বুধবার তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা  নিজের পরিবারের সদস্যদের জানায় নাবালিকা। ওইদিনই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ মিলতেই ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর