কেন্দ্রের প্রকল্পের নাম বদলে রাজ্যের নামে চালালে এক টাকাও দেওয়া হবে না! হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বহুবার কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নাম বদলে চালানোর অভিযোগ উঠেছিল। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই অভিযোগের কারণে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্টিকার দিদি” বলেও কটাক্ষ করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তাঁরা কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা বলে চালিয়ে দিচ্ছে।

এবার পশ্চিমবঙ্গে এসেই পরোক্ষ ভাবে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত। তিনি পরিস্কার জানিয়ে দেন যে, কেন্দ্রের প্রকল্প নাম বদলে রাজ্য চালালে কেন্দ্র এক টাকাও দেবে না। তিনি বলেন, প্রকল্পে টাকা দেবে কেন্দ্র আর নাম বদলে নিজের নামে চালাবে রাজ্য! তা বরদাস্ত করা হবে না।

বুধবার কলকাতায় এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকার অনেক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রের প্রকল্প নিজের নামে চালালে কেন্দ্র তা বরদাস্ত করবে না। এরকম হতে থাকলে রাজ্যকে আর টাকা দেওয়া হবে না কেন্দ্রের তরফ থেকে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজ্যপাল ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে এই নিয়ে আগেও অভিযোগ পেয়েছি। এরকম হতে থাকলে আর বরদাস্ত করা হবে না। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা বিঁধে বলেন, কেন্দ্রের প্রকল্পের টাকা কী বিজেপির বাবার সম্পত্তি? টাকা রাজ্য থেকেই তো যায়। বহু প্রকল্প রয়েছে যেগুলো শুধু নামে কেন্দ্রের, ভচালায় রাজ্য। সেগুলোর কী হবে তাহলে?

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর