স্বামী শহিদ হন গালওয়ানে! স্ত্রীও যোগ দিলেন ভারতীয় সেনায়, সেনা দম্পতির কাহিনী চমকে দেবে সকলকে

বাংলা হান্ট ডেস্ক : ২০২০ সালে গালওয়ানে (Galwan) চিনা (China) লাল ফৌজের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন স্বামী নায়েক দীপক সিং (Deepak Singh)। শনিবার সেই শহিদ সেনার স্ত্রী রেখা সিং লেফটেন্যান্ট হিসেবে যোগ দিলেন ভারতীয় সেনায়। তিনি পোস্টিং পেলেন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। গত একবছর ধরে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন চেন্নাইয়ে (Chennai)। শনিবার সেই প্রশিক্ষণ শেষে তিনি যোগ দিলেন ভারতীয় সেনায় (Indian Army)।

রেখার স্বামী দীপক বিহার রেজিমেন্টের ষোড়শ ব্যাটেলিয়নে। ২০২১ সালে তাঁকে মরণোত্তর বীর চক্রে ভূষিত করা হয়। পরের বছরই রেখা মহিলা ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। অবশেষে তিনি যোগ দিলেন লেফটেন্যান্ট হিসেবে।

rekha
তবে শুধুমাত্র রেখাই নন, শনিবার একসঙ্গে পাঁচজন মহিলা আর্মি অফিসার হিসেবে গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন সেনায়। তাঁরা সকলেই চেন্নাইয়ের ‘অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি’তে প্রশিক্ষণ নিয়েছেন। পাঁচ মহিলা অফিসারের মধ্যে দু’জনকে পাক সীমান্তের কাছে পোস্টিং দেওয়া হয়েছে। বাকি তিনজন (রেখা-সহ) যোগ দিচ্ছেন লাদাখে (Ladakh) চিনের সীমান্তের কাছে। তাঁদের সঙ্গে ১৯ জন পুরুষ অফিসারও যোগ দিলেন রেজিমেন্টে। গত জানুয়ারিতে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে জানিয়েছিলেন মহিলা অফিসারদের গোলন্দাজ বাহিনীতে নেওয়ার পরিকল্পনার কথা। পরে তাঁর প্রস্তাবে সম্মতি দেয় সরকার।

প্রসঙ্গ, একদিন আগেই গালওয়ান সংঘর্ষের পর প্রথম মুখোমুখি বৈঠকে ভারত-চিন। দিল্লিতে কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকের মাঝে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী মুখোমুখি বৈঠক করেন। সীমান্ত নিয়ে চিনকে কড়া বার্তা দেয় ভারত। এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু। একটি বিবৃতি দিয়ে ভারত সরকার জানিয়েছে, ‘ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চিনকে সীমান্ত সংক্রান্ত সব শান্তি ও স্বচ্ছতা রাখার বার্তা দিয়েছে।’ ওই বিবৃতি থেকে জানা গিয়েছে, এলএসি নিয়ে ভারত ও চিনের মধ্যে যে চুক্তি আছে, তা সীমান্ত শান্ত না হলে কোনও ভাবেই মেনে চলা ভারতের পক্ষে সম্ভব নয়।

এর আগে সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে দুই দেশের সেনার মধ্যে ১৮ দফা কথা হয়। কিন্তু কোনও ফলাফল আসেনি। এরপরই দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রক এসসিও বৈঠক চলাকালীন এই নিয়ে আলোচনায় বসে। শুক্রবার থেকে নয়াদিল্লিতে শুরু এসসিও বৈঠক। অংশ নিচ্ছেন চিন, কাজাখাস্তান, রাশিয়া, কিরঘিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর