বাংলাহান্ট ডেস্ক : “নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান….,” বৈচিত্রের মধ্যে ঐক্যে ভারতের পরিচয়। যুগ যুগ ধরে ভারতবর্ষ সেই কথাই প্রমাণ দিয়ে এসেছে। জাত-ধর্ম-ভাষা নির্বিশেষে আমরা সবাই মেতে উঠেছি আনন্দ-উৎসবে। ভারতের অন্যতম একটি উৎসব হল গণেশ চতুর্থী।
আগামী ১৯ সেপ্টেম্বর সারা ভারতবর্ষে সবাই পালন করবে গণপতি বাপ্পার উৎসব। তবে হিন্দুদের এই উৎসবে এক মুসলিম মহিলা আপ্রাণ ভাবে নিজের শিল্প উজাড় করে দিচ্ছেন। গণেশের মূর্তি তিনি তৈরি করছেন নিজের হাতে। এই মুসলিম মহিলা নিজের হাতে গণেশের মূর্তি তৈরি করছেন হুবলির গোপানকোপায়।
আরোও পড়ুন : ভুলে যান CCTV’র কথা! নিরাপত্তা জোরদার করতে নয়া ফন্দি আঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
নিজের ধর্মীয় সংস্কার মেনে হিজাবের আড়ালে থেকে সুস্পষ্ট ভাবে ফুটিয়ে তুলছেন শিল্পকর্ম। আগামী গণেশ চতুর্থীকে লক্ষ্য রেখে বিভিন্ন গণেশের মূর্তির নির্মাণ চলছে কর্ণাটকের (Karnataka) গোপানকোপায়। অরুণ যাদব গোপানকোপায় গত ১৫ বছর ধরে মূর্তি তৈরীর কাজে নিযুক্ত। তার কাছেই কাজ করেন এই মুসলিম মহিলা। পিওপির নিষেধাজ্ঞার পর মূর্তি তৈরির বিশেষ মাটি আসে গুজরাট থেকে।
গুজরাটের (Gujrat) সেই মাটি দিয়েই গত চার বছর ধরে অরুণের কাছে মূর্তি তৈরি করছেন সুমন হাভেরি। সুমনের হাতেখড়ি অরুণ এর কাছে। তার কাছে শিল্পীরা জাত-ধর্ম নির্বিশেষে মূর্তি তৈরি করেন। অরুণের কারখানায় প্রস্তুত হয় ১ ফুট থেকে ৮ ফুটের গণেশের মূর্তি। এখন তারা সবাই ব্যস্ত গণপতি বাপ্পার মূর্তিতে শেষ মুহূর্তের তুলি ছোঁয়াতে।