বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) মহত্মা গান্ধীর (Mahatma Gandhi) জীবন দর্শনে আধারিত একটি পুস্তকের উদ্বোধনীতে গিয়ে বলেন, মহত্মা গান্ধী এটা বুঝেছিলেন যে, ভারতের ভাগ্য বদলানোর জন্য প্রথমে ভারতকে বুঝতে হবে। আর এরজন্য তিনি বছরের পর বছর ভারত ঘুরেছিলেন।
মোহন ভাগবত বলেন, গান্ধী জি অনেকবার বলেছিলেন যে তিনি কট্টর সনাতনী হিন্দু। আর তিনি এও বলেছিলেন যে, আমি কট্টর সনাতনী হিন্দু বলেই, পূজা পদ্ধতিতে বৈষম্য মানিনা। এইজন্যই তিনি বলেছিলেন নিজের শ্রদ্ধা নিয়ে অটল থাক আর অন্যদের শ্রদ্ধার সন্মান জানিয়ে মিলেমিশে থাক।
শিক্ষাবিদ জগমোহন সিং রাজপুর দ্বারা লিখিত বই ‘গান্ধীকে বোঝার এটাই সময়” এর উদ্বোধনী সমারোহে কথা বলার সময় মোহন ভাগবত বলেন, এটা সত্যি যে, মহত্মা গান্ধীর স্বপ্নের ভারত এখনো তৈরি হয়নি।
উনি বলেন, ২০ বছর আগে আমি বলতাম গান্ধিজির কল্পনার ভারত এখনো তৈরি হয়নি, এরপরে হবে কি না, সেটা জানিনা। এটা অসম্ভব মনে হয় আমার কাছে, কিন্তু গোটা দেশ ঘুরে আমি এটা বলতে পারি যে, এবার গান্ধিজির স্বপ্নের ভারত হওয়া শুরু হয়েছে। আর যেই নতুন প্রজন্মের চিন্তা আপনি করছেন, সেই নতুন প্রজন্মই এই স্বপ্নকে পূরণ করবে।