ফের দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস! এবারও কারণ সেই গরু, গুজরাটে ক্ষতিগ্রস্ত মোদীর স্বপ্নের ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচন (Election) চলছে গুজরাটে (gujarat)। নির্বাচনের আবহাওয়ার মধ্যেই বৃহস্পতিবার গুজরাটে ঘটে গেল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) দুর্ঘটনা। গুজরাতের উদভাদা এবং ভাপি স্টেশনের মাঝে একটি গরুকে ধাক্কা মারে মুম্বই থেকে গান্ধীনগরগামী এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটির সামনের প্যানেলে একটি ছোট ফাটল সৃষ্টি হয়েছে এই দুর্ঘটনার ফলে।

এর আগেও চার বার বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা খেয়েছে গরু ও মোষ। অন্যদিকে, আনন্দ স্টেশনের কাছে নভেম্বরের ৮ তারিখে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৩০ শে সেপ্টেম্বর উদ্বোধন করেন এই ট্রেনটির। গতকাল গুজরাতে ৮৯ টি আসনে প্রথম দফায় নির্বাচন হয়। প্রথম দফার নির্বাচনের দিন এই দুর্ঘটনা অস্বস্তিতে ফেলেছে বিজেপি সরকারকে।

Vande Bharat

১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলাচল করে এই বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা শুরু করার দু মিনিটের পর থেকেই এই ট্রেনটি উচ্চ গতি লাভ করে। এরফলে যাত্রীরা অতি দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন। কিন্তু এই ট্রেনের লাইন অনেক জনবসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে গেছে। তাই শুরু থেকেই প্রশ্ন উঠেছিল এই ট্রেন যদি ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে দিয়ে যায় তাহলে কতটা ঝুঁকি সাপেক্ষ। একাধিক দুর্ঘটনার পর ফের এই ট্রেন গতকাল ধাক্কা মারল একটি গরুকে। ফলে সবার মনে এই ট্রেনের নিরাপত্তা নিয়ে আবারও একবার প্রশ্ন দেখা দিল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর