মাত্র কয়েক দিনেই ৯৮ কেজি ওজন ঝরিয়ে ফেললেন বিখ্যাত কোরিওগ্রাফার গনেশ আচারিয়া

Last Updated:

কোরিওগ্রাফার গনেশ আচারিয়াকে (ganesh Acharaya) আমরা অনেকেই চিনি। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝেই বিভিন্ন নাচের রিয়েলিটি শোতেও দেখা যায় তাকে। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন কমেডিয়ান কপিল শর্মার (kapil sharma) শোতে। সেখানেই তার ওজন ঝরানো নিয়ে মন্তব্য করেন কপিল৷

বলিউডের এই কোরিওগ্রাফার পরিচিত তার বিশাল দেহের জন্য৷ লকডাউনে সেই বিশাল চেহারাকেই কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সোনি টিভির রিয়েলিটি শো দ্য কপিল শর্মা শোতে সম্প্রতি টেরেন্স লুইস ও গীতা কাপুরের সাথে উপস্থিত হয়েছিলেন গনেশ আচারিয়া। এই শোটির প্রোমো সম্প্রতি প্রচারিত হচ্ছে টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায়। সেই প্রোমোতেই দেখা যাচ্ছে অনেকটাই ওজন ঝরিয়ে ফেলেছেন গনেশ।

ভিডিওতে দেখা যাচ্ছে, কপিল গনেশ এর এই পরিবর্তন লক্ষ্য করে জানতে চাইছেন কত ওজন ঝরিয়েছেন গনেশ। গনেশ তার উত্তরে জানান তিনি তার ওজনের ৯৮ কিলো কমিয়ে ফেলেছেন। এর প্রত্যুত্তরে কপিল মজা করে বলেন, ছোট শহর গুলিতে অনেকেরই ওজন ৪৬ কেজি৷ গনেশ ৪৬ কেজির দুটি মানুষই গায়ের করে দিয়েছেন।

কয়েক বছর আগে এক জনপ্রিয় দৈনিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গনেশ আচারিয়া জানিয়েছিলেন, ওজন কমাতে তাকে অসম্ভব কষ্ট করতে হচ্ছে। প্রায় দেড় বছর ধরে তিনি তার শরীরের ওজন ঝরানোর কাজে ব্যস্ত। হে ব্রো সিনেমার সময় তিনি ৪০ কিলো ওজন ঝরিয়েছিলেন। তার আগে তার ওজন প্রায় ২০০ কেজি ছুঁয়ে গিয়েছিল।

জানিয়ে রাখি, গনেশ আচারিয়া এই মুহুর্তে দেহাতি ডিস্কো নামের একটি বলিউড সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন।

https://www.instagram.com/tv/CI5V8e1HG3x/?igshid=16uhdmao7uiqn

সম্পর্কিত খবর

X