আম্বানিদের গণেশ পুজোর প্রস্তুতি তুঙ্গে, সেজে উঠেছে আন্তিলিয়া

বাংলা হান্ট ডেস্ক: সোমবার গণেশ চতুর্থীর আগেই আলোয় মেলায় সেজেজে মুম্বই। কলকাতার দুর্গাপুজোর মতেই মুম্বইতেও সারারাত চলে ঠাকুর দর্শন। ধন-সম্পত্তির দেবতা গণেশের আরাধনায় শিল্পপতি থেকে ছোট-বড় সর্বজনীন এমনকি রাজনৈতিক নেতা থেকে সেলিব্রিটিরাও মেতে ওঠেন।

তাই প্রত্যেকবারের মতো এবছরও সেজে উঠছে আম্বানিদের ‘আন্তিলিয়া’ও। এবছর আন্তিলিয়াতে গণেশ পুজোটা একটু বেশিই ধুমধাম সহকারে হতে চলেছে। কারণ, এবার আম্বানি পরিবারে এসেছে নতুন বৌমা।

article 201982385243519475000

মুকেশ ও নীতা আম্বানি পুত্র আকাশ ও শ্লোকা মেহেতার বিয়ের পর এটাই তাঁদের প্রথম গণেশ চতুর্থী। তবে শুধু আকাশ ও শ্লোকা কেন, আম্বানি কন্যা ইশার বিয়ের পর তাঁরও এটা প্রথম গণেশ চতুর্থী। পুজোয় উপস্থিত থাকবেন ইশার স্বামী আনন্দ পিরামলও। তাই আম্বানিদের আন্তিলিয়াতে এবছর গণেশপুজোটা যে একটু বেশিই স্পেশাল তা আর বলার অপেক্ষা রাখে না।

https://www.instagram.com/p/B15bgFqncRW/?igshid=1ap9oogp24pxp

মুম্বইতে আম্বানির বাড়ি আন্তিলিয়া সাজিয়ে তোলার ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে উঠে এসেছে। ফুল, স্বস্তিক চিহ্ন ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আন্তিলিয়া। জানা যাচ্ছে সোমবার সন্ধে ৮ থেকে গণেশ পুজোর পাশাপাশি শুরু হবে নানান অনুষ্ঠান।

কয়েকদিন আগেই ২ সেপ্টেম্বর আম্বানিদের বাড়িতে গণেশ পুজো উপলক্ষে সকলের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। গণেশের ছবি দেওয়া আড়ম্বরপূর্ণ সেই নিমন্ত্রণ পত্রের ছবিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসে।

সম্পর্কিত খবর