গণেশ পূজার বিসর্জন দিতে গিয়ে মৃত্যুর কবলে ১১ জন

 

অমিত সরকার :শুক্রবার গনেশ পূজার বিসর্জন দেখতে গিয়ে প্রাণ হারালেন প্রায় ১১জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল খাটলাপুরা ঘাটে। এই মর্মান্তিক ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে উদ্ধার করা হলেও ৫ জন এখনো নিখোঁজ।

জানা গিয়েছে, এদিন ভোর ৪:৩০ এই ঘটনাটি ঘটে।এই ঘটনাটি মর্মান্তিক ও দুর্ভাগ্য জনক বলে জানিয়েছে রাজ্য মন্ত্রী পি সি শর্মা। তিনি মৃত পরিবারদের পাশে দাঁড়িয়ে পরিবার প্রতি ৪ লক্ষ টাকা করে দেয়ার আশ্বাস দিয়েছেন।এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গণেশ বিসর্জন দিতে গিয়ে লাইফজ্যাকেট পরেননি নৌকার কোনো যাত্রী। তাই এত লোকের প্রাণহানি হয়েছে বলে মনে করছেন তারা।

IMG 20190914 203159

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবির ঘটনা ভারতে এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় এভাবে প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে বড় দুর্ঘটনা ঘটেছে।

।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, এই ঘটনাটি বিশেষ ভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে,এই ঘটনায় যাদের গাফিলতি প্রমান হবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এই ঘটনায়


সম্পর্কিত খবর