কাপুর পরিবারের ৭০ বছরের ঐতিহ্যবাহী গণেশ পুজো বন্ধ হয়ে গেল।

কিছুদিন আগে নিউইয়র্কে একটি সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে ঋষি কাপুর জানান যে, আর কয়েক দিনের মধ্যে উনি মুম্বাই ফিরে যাবেন এবং মুম্বাই ফিরে স্বপরিবারেই কাটাবেন এবারের গণেশ চতুর্থী। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে এবারে নাকি গণেশ পুজোয় হচ্ছে না কাপুর পরিবারে।

কিছুদিন আগে রণধীর কাপুর কে গনেশ পুজো নিয়ে প্রশ্ন করলে উনি জানান এবারে তাদের ঐহিত্যবাহী গণেশ পুজো আর হবে না। উনার কথায় রাজ কাপুর আর কে স্টুডিওতে 70 বছর আগে গণেশ পুজো শুরু করেন কিন্তু বর্তমানে আর কে স্টুডিও বিক্রি হয়ে গিয়েছে ফলে স্টুডিও যেহেতু নেই তাই এবার পুজোও আর হবে না। উনি জানান স্টুডিওর ভিতরেই পালন করা হত গণেশ পুজো যেহেতু স্টুডিওটি আর নেই তাই জায়গার অভাবের জন্য এবারের পুজো বন্ধ থাকবে।

206378 kapoorsss

প্রত্যেক বছর কাপুর পরিবারের তরফে খুবই ধুমধাম করে পালন করা হয়ে থাকে গণেশ পুজো, সেই একই ধারা বজায় থাকে বিসর্জন অনুষ্ঠানেও। ঋষি কাপুর, রণধীর কাপুর, রণবীর কাপুর, করিনা কাপুর, কারিশমা কাপুর সকলেই হাজির থাকেন এই ঐহিত্যবাহী গণেশ পুজোয়। উল্লেখ্য কাপুর পরিবারের তরফে জানানো হয়েছে রক্ষণাবেক্ষনের জন্য যে প্রয়োজনীয় অর্থের দরকার সেটার অভাবের জন্যই বিক্রি করে দেওয়া হয়েছে আর কে স্টুডিও।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর