বাংলাহান্ট ডেস্কঃ গরুর গোবর (Cow dung) দিয়ে তৈরি হবে প্রদীপ। তৈরি হবে গণেশ-লক্ষ্মীও। দেশে তৈরি করা জিনিস দিয়েই পালিত হবে এবছরের জাতীয় কামধেনু দিওয়ালি (kamdhenu diwali)। জাতীয় কামধেনু কমিশন এই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তাদের হাত ধরেই এগিয়ে যাবে ‘আত্মনির্ভর ভারত’ অভিযান।
বদলে যাবে গোপালকদের জীবন যাত্রাও
এবিষয়ে সোমবার জাতীয় কামধেনু কমিশনের চেয়ারম্যান ডঃ বল্লভভাই কাঠিরিয়া জানিয়েছেন, ‘গরুর থেকে উৎপাদিত পণ্য প্রচুর মানুষ বিক্রি করে এবং ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন। এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের গোপালকদের জীবনে অনেক পরিবর্তন ঘটানো সম্ভব হবে। দুধ উৎপাদনের দিক থেকে ভারত বিশ্বের মধ্যে প্রথম স্থানে থাকলেও, ব্যক্তি হিসাবে দুধের প্রাপ্যতার দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি’।
তিনি আরও বলেন, ‘গরু আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড। বর্তমানে সময়ে ষাঁড়ের সংখ্যা হ্রাস পাওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তবে গরু থেকে উৎপাদিত পণ্যের ব্যবহার এবং প্রচার বৃদ্ধি পেলে গরু পালনকারীদেরও অনেক উপকার হবে’।
দীপাবলিতে জ্বলবে গোবরের প্রদীপ
আসন্ন দীপাবলির সময় ব্যবহৃত প্রদীপ, মোমবাতি, ধূপ, ধূপের কাঠি, গণেশ ও লক্ষ্মীর প্রতিমা ছাড়াও আরও নানা প্র্যোজনিয় জিনিস তৈরি করা হবে। দেশের প্রায় ১১ কোটি পরিবার এবছর প্রায় ৩৩ কোটি প্রদীপ জ্বালাবে, যা গোবর দিয়ে তৈরি করা হবে। গোটা অযোধ্যা নগরী সেজে উঠবে প্রদীপের আলোয়।
গরু পালন এবং সঠিক ভাবে কাজে লাগানর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কামধেনু কমিশনের গঠন করেছিলেন। এই নতুন উদ্যোগের মাধ্যমে দেশের অনেক মানুষের কাজের সংস্থানও হয়েছে।