গণধর্ষণের শিকার তরুণীকে ফের ধর্ষণের হুমকি! নরেন্দ্রপুর থানায় দায়ের লিখিত অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক : গণধর্ষণের শিকার হওয়া তরুণীকে ফের ধর্ষণের হুমকি! সোশ্যাল মিডিয়ায় (Social Media) গালিগালাজ সহ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনার পরেই ভীত হয়ে তড়িঘড়ি নরেন্দ্রপুর থানার দ্বারস্থ হলেন তরুণী। দায়ের লিখিত অভিযোগ।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের নভেম্বর মাসে। এক বান্ধবীর সঙ্গে রাজারহাটের একটি রিসোর্টে জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেই পার্টিতে একপ্রকার জোর করে মাদকব্য খাওয়ানো হয় তরুণীকে। এরপরেই যে যুবকের জন্মদিন ছিল তিনি এবং তার বেশ কিছু বন্ধু মিলে তরুণীকে গণধর্ষণ করেন।

ঘটনার বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। ইতিমধ্যেই মোট পাঁচজনকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। আর এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফের একবার ধর্ষণের হুমকি পেলেন তরুণী। এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। প্রশ্ন উঠছে, অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করার পরেও কে ওই তরুণীকে এহেন হুমকি দিলেন?

নরেন্দ্রপুর থানা সূত্রে খবর, ওই তরুণী অভিযোগ জানিয়েছেন, ধর্ষণকাণ্ডে জেরার সময় তার টুইটার হ্যান্ডেলের বিভিন্ন পোস্ট নিয়ে একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। আর ঠিক তার পরেরদিনই ইনস্টাগ্রামে অশালীন ভাষায় তরুণীকে আক্রমণ করলেন এক যুবক। তরুণীর অভিযোগ, তিনি তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন আর সেটির প্রত্যুত্তরেই এক যুবক তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। যদিও অভিযুক্তকে তরুণী চেনেননা বলেই খবর পুলিশ সূত্রে।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে তরুণীর আইনজীবী ঝুমা সেন জানান, জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্তরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

উল্লেখ্য, ধর্ষণ কাণ্ডের অভিযুক্তরা প্রায় সকলেই নামকরা পরিবারের সন্তান। অভিযুক্তদের গ্রেফতারের পরেই একজনের পরিবারে তরফ থেকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল তরুণীকে। যদিও বারাসাত আদালতে ওই ব্যক্তিকে চিনে ফেলেন তরুণী। এরপরেই গ্রেফতার করা হয় তাকেও। যদিও পরবর্তীতে তিনি জামিন পেয়ে যান। আগামী ৪ ঠা জুলাই ফের এই মামলার শুনানি।

additiya

সম্পর্কিত খবর