বিশ্বের সব থেকে বড় রোহিঙ্গা শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব! মাদক দ্রব্য আর মানব পাচারের সাথে আছে কানেকশন

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) শরণার্থী শিবিরে বাস করা রোহিঙ্গা মুসলিমদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে। এই ঘটনা বাংলাদেশের দক্ষিণ প্রান্তে থাকা রোহিঙ্গা শিবিরে ঘটেছে। স্থানীয় পুলিশ আর সামাজিক কর্মীদের মতে, দুই সশস্ত্র দলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে। এদের সবার সাথে অপরাধ জগতের সম্পর্ক আছে বলে জানা গিয়েছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং আট জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

স্থানীয় পুলিশ গোলাগুলি, অগ্নিকাণ্ড আর অপহরণের ঘটনার পর ১২ জনকে গ্রেফতার করেছে। এরা সবাই সেখানে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সংঘর্ষ করছিল। জানিয়ে দিই বাংলাদেশের কক্স বাজারে বিশ্বের সবথেকে বড় রোহিঙ্গা শিবির আছে। সেখানে এক লক্ষের বেশি রোহিঙ্গাদের বসবাস রয়েছে।

কক্স বাজার এলাকার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘এলাকার পরিস্থিতি উদ্বেগজনক। দুটি সংগঠন এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তাঁরা ড্রাগস আর মানব পাচারের সাথেও যুক্ত বলে জানা গিয়েছে।”

কক্স বাজারের এই রোহিঙ্গা শিবির ড্রাগস পাচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মায়ানমার সীমান্ত থেকে সেখানে ড্রাগস আসছে বলে জানা গিয়েছে। আর এই শিবির থেকে ড্রাগস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বলে জানা যায়। ২০১৮ থেকে সেখানে এরকম পাচার আর গোষ্ঠীদ্বন্দ্বের সাথে যুক্ত থাকা ১০০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর