বাংলা হান্ট ডেস্ক: ইজরায়েল (Israel) এবং প্যালেস্তাইনের (Palestine) মধ্যে চলা যুদ্ধের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এদিকে ইজরায়েলকে সমর্থন করেছে ভারত সরকার (Indian Government)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) প্রকাশ্যে ইজরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে বারাণসীতে (Varanasi) ইজরায়েলের মঙ্গল কামনায় চলছে বিশেষ প্রার্থনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসীর দশাশ্বমেধ ঘাটে, কাশীর লোকেরা ইজরায়েলের সমর্থনে মা গঙ্গার কাছে বিশেষ প্রার্থনা করেন। শুক্রবার সকালে দশাশ্বমেধ ঘাটে বেশ কয়েকজন মানুষ মা গঙ্গার (Maa Ganga) আরতি করেন। মা গঙ্গার কাছে প্রার্থনা করে ইজরায়েলে নিহত ব্যক্তিদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। বারাণসীর যুবক ট্যাটু করিয়ে ইজরায়েলকে সমর্থন করেছেন।
গঙ্গাঘাটের কাছে সাধারণ মানুষের হাতে ছিল ভারত ও ইজরায়েলের জাতীয় পতাকা। দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার নিয়ে মানুষ ঘাটে পৌঁছেছে। পোস্টারে ভারত ও ইজরায়েলের মধ্যে অটুট বন্ধুত্বকে চিত্রিত করা হয়েছে। উপাসনাকারীরা বলছেন, ‘সন্ত্রাসী হামলায় অনেক ইজরায়েলি নিহত হয়েছেন। মৃতদের প্রতি আমাদের সমবেদনা রইল।’ তাঁরা আরও বলেন, ভারত ইজরায়েলের সবচেয়ে কাছের বন্ধু। আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সঙ্কটের সময়ে সমস্ত ভারতীয় ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। হামাসকে (Hamas) সমর্থন করা কখনই ভারতীয় আদর্শ হতে পারে না।
ঘাটে প্রার্থনাকারীদের একজন বলেন, ভারতও সন্ত্রাসবাদের শিকার হয়েছে। ভারতীয়রা কখনই সন্ত্রাসী হামলার পক্ষে হতে পারে না। ইজরায়েল আক্রমণ হামাস যোদ্ধাদের দ্বারা শুরু হয়েছিল।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর সকালে ইজরায়েলে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে বিশ্বকে অবাক করে দেয় হামাস যোদ্ধারা। ইজরায়েলে ভয়াবহ হামলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে প্যালেস্তাইনকে কঠিন পাঠ শেখানোর হুঁশিয়ারি দিয়েছেন। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।