রাজনৈতিক হিংসা অব্যাহত, তৃণমূল নেতার কান কামড়ে মাংস তুলে নিল বিজেপি কর্মী

বাংলা হান্ট ডেস্কঃ বারবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও রাজনৈতিক হিংসা অব্যাহত বাংলায়। এবার সংঘর্ষের কেন্দ্রবিন্দু দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর। এখানে তৃণমূল কর্মী মনোরঞ্জন দাসের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীর উপর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর এলাকার মন্দিরতলা বাজারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে পার্টি অফিসের পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা মনোরঞ্জন দাস। ওই সময় ওই দোকানে বসে থাকা খালেক শাহ নামে এক বিজেপি কর্মীর সঙ্গে বচসা জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ তখনই খালেক বিজেপির পার্টি অফিস থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে আক্রমণ চালায়। মনোরঞ্জন বাবুর পাশে থাকা আরেক তৃণমূল কর্মী গোপাল দাস অস্ত্র ছিনিয়ে নিতে গেলে তিনিও আহত হন। পরবর্তী সময়ে অন্যান্য তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত হয়ে খালেকের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। অভিযোগ, তারপরেও শান্ত হয় না খালেক ৷ তিনি আবার মনোরঞ্জন দাসের হামলা চালান এবং তাঁর কানে কামড় দিয়ে মাংস তুলে নেন ৷

এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়েছেন চারজন তৃণমূল কর্মী। ঘটনার পরিপ্রেক্ষিতে সাগর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব। যদিও ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে স্থানীয় এক বিজেপি কর্মীর বলেন, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই বিজেপি জড়িত নয়। অর্থাৎ সবটাই মিথ্যা অপবাদ।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর