পাকিস্তানে ট্রেনের মধ্যেই গণধর্ষণ! টিকিট পরীক্ষকের উপর ভরসা করে চরম পরিণতি মহিলার

বাংলা হান্ট ডেস্কঃ সামনে এল পাকিস্তানে চলন্ত ট্রেনে এক মহিলাকে গণধর্ষণের ঘটনা। অভিযোগ, কর্তব্যরত টিকিট পরীক্ষক ওই নির্যাতিতাকে কিছু ভুল বুঝিয়ে শীতাতপনিয়ন্ত্রিত কামারায় নিয়ে যান। এবং সেখানে তিন ব্যক্তি মিলে তাঁকে শারীরিক ভাবে নির্যাতন করে। এমনকি পুরো ঘটনার ভিডিও বানানোও হয়। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ।

সংবাদ সূত্রে খবর, এই ঘটনা ঘটেছে মুলতান থেকে করাচি যাওয়ার বাহাউদ্দিন এক্সপ্রেসে। ঘটনা ঘটে ২৭মে। তিন অভিযুক্তের মধ্যে দুজন টিকিট পরীক্ষক ও একজন তাদের সহকারী ছিল। করাচি সিটি থানার পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এফআইআর অনুসারে করাচির অওরঙ্গী শহরের বাসিন্দা ওই মহিলা মুলতান স্টেশন থেকে ট্রেনে ওঠেন। তিনি মুজফফর নগরে নিজের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সেখানে ঝগড়া হওয়ায় রেগে গিয়ে করাচি ফিরছিলেন। জানা যাচ্ছে ওই মহিলার তালাক হয়ে গিয়েছিল। অন্য একটি রিপোর্টে বলা হয়েছে, ওই মহিলা করাচির জন্য টিকিট কেটেছিলেন। ট্রেন যখন রোহরী স্টেশনে পৌঁছায় তখন অভিযুক্ত টিকিট পরীক্ষক ও তার সহকারী মহিলাকে এসি সিট ব্যবস্থা করে দেওয়ার কথা দেন। এসি কামরায় নিয়ে গিয়ে টিকিট পরীক্ষক জাহিদ এবং তার সহকারী আকিব ওই মহিলাকে শারীরিক ভাবে নির্যাতন করে। করাচি স্টেশনে পৌঁছেই ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

কিন্তু চারদিন ধরে পুলিশ মামলাকে চেপে দেওয়ার চেষ্টা করে। এরপর সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা শুরু পুলিশ জানায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিন অভিযুক্তেরই ডিএনএ টেস্ট করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


Koushik Dutta

সম্পর্কিত খবর