বাংলা হান্ট ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল উত্তর প্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ফিরোজ আলীর (Gangster Firoz Ali)। এই দুর্ঘটনা মধ্যপ্রদেশের বৈতুল জেলায় হয়েছে। লখনউ পুলিশ ফিরোজ আলীকে পাকড়াও করে একটি ইনোভা গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছিল। বৈতুলে একটি নীলগাইয়ের সাথে আচমকাই ইউপি পুলিশের গাড়ির সংঘর্ষ হয়, এরপর গাড়ি পালটি খায়। দুর্ঘটনায় পুলিশের গাড়িটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার ফিরোজ আলীর মৃত্যু হয় আর ইউপি পুলিশের (UP Police) এক কর্মীর হাত ভেঙে যায়।
উত্তর প্রদেশ পুলিশের আধিকারিক জানান, ফিরোজ আলীকে মুম্বাই থেকে নিয়ে আশা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেছিল, সেই ভিত্তিতে পুলিশ তাকে ইনোভা গাড়ি করে লখনউ নিয়ে যাচ্ছিল। গোয়ালিয়র-গুনা হাওইয়েতে আচমকা একটি নীলগাই গাড়ির সামনে চলে আসে, যার ফলে লখনউ পুলিশের গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এই দুর্ঘটনায় ফিরোজ আলীর মৃত্যু হয় আর লখনউ পুলিশের সাবইনস্পেকটর জগদীশ প্রসাদ এবং সিপাই সঞ্জীব আহত হন। লখনউ পুলিশ অনুযায়ী, গ্যাংস্টার ফিরোজ আলীর বিরুদ্ধে লুটপাট, আর চুরির ছয়টি মামলা চলছিল। আদালত ফিরোজ আলীর গ্রেফতারীর ওয়ারেন্ট জারি করেছিল। উত্তর প্রদেশ পুলিশ তাকে মুম্বাই থেলে গ্রেফতার করে লখনউ নিয়ে যাচ্ছিল।
জানিয়ে দিই, কয়েকমাস আগে উত্তর প্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশ থেকে আনার সম্য উত্তর প্রদেশ পুলিশ গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। কানপুর পৌঁছানোর আগেই বৃষ্টির কারণে পুলিশের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। পুলিশ জানায়, এই দুর্ঘটনার পর কুখ্যাত গ্যাংস্টার পালানর চেষ্টা করলে তাকে এনকাউন্টার করে নিকেশ করা হয়।