যৌনকর্মীর বায়োপিক বানিয়ে অস্কারে এন্ট্রি বনশালির? টক্করে ‘RRR’ এবং ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) ভাঁড়ার প্রায় শূন‍্য। অন‍্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Film Industry) ঝুলিতে একের পর এক ব্লকবাস্টার সব সিনেমা। কিন্তু শেষমেষ দেশের হয়ে অস্কারে যাবে কোন ছবি তা নিয়ে দ্বন্দ্ব থাকবেই। গত এক বছরে বলিউডের গুটি কয়েক ছবিই ভাল ব‍্যবসা করতে পেরেছে।

তার মধ‍্যে নাম রয়েছে গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি (Gangubai Kathiawadi), দ‍্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) এবং ভুলভুলাইয়া ২ এর। অন‍্যদিকে দক্ষিণ ভারতে পুষ্পা থেকে শুরু করে আর আর আর, কেজিএফ চ‍্যাপ্টার ২ ও ব্লকবাস্টার হিট হয়েছে।

Gangubai Kathiawadi
রাজামৌলি পরিচালিত ছবি ‘আর আর আর’ অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন‍্যদিকে হিন্দি ইন্ডাস্ট্রি থেকে উঠে এসেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ এর নাম। দৌড়ে রয়েছে আর মাধবনের ‘রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট’ও। তালিকাতে এবার আরো একটি নাম জুড়তে চলেছে বলে খবর, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’।

মনে করা হচ্ছে, অস্কারে সেরা বিদেশি ফিচার ফিল্ম বিভাগে ভারত থেকে অফিশিয়াল এন্ট্রি হিসাবে আর আর আর কে পাঠানো হতে পারে। বিদেশি বক্স অফিসে ভারতীয় ছবি হিসাবে প্রভূত সাফল‍্য পেয়েছিল এই ছবি। ১০০০ কোটি টাকার বেশি ব‍্যবসা করেছিল আর আর আর।

RRR vs kashmir
অন‍্যদিকে চলতি বছরে বলিউডের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি। যৌনপল্লী কামাথিপুরার মাফিয়া কুইন গাঙ্গুবাঈয়ের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। বক্স অফিসে খুব একটা খারাপ ফল করেনি আলিয়ার ছবিটি। দর্শক এবং ফিল্ম সমালোচকদেরও বেশ পছন্দ হয়েছিল ছবিটি।

উল্লেখ‍্য, এর আগে সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ গিয়েছিল অস্কারে। চলতি বছরে ভারত থেকে কোন ছবি অফিশিয়াল এন্ট্রি হয়ে শামিল হবে অস্কারের দৌড়ে তা জানা যাবে আর কয়েক মাসের মধ‍্যেই। তবে প্রিয় সিনেমার জন‍্য এখন থেকেই প্রার্থনা শুরু করেছেন ভক্তরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর