“সচিনের নিষেধ না মেনেই ফ্লপ বিরাট কোহলি”, বিস্ফোরক দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে ভারতীয় দল। ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ের পর রান তাড়া করতে গিয়ে একটু চাপে পড়েছিলেন রোহিত শর্মারা, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার জুটি ভারতকে ম্যাচ জিতিয়ে দেয়। শেষ অবধি ক্রিজে থেকে অসাধারণ ভঙ্গিতে ম্যাচ ফিনিশ করেন হার্দিক।

কালকের ম্যাচে রবীন্দ্র জাদেজার পাশাপাশি বিরাট কোহলি ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। কোহলি কঠিন সময়ে ব্যাটিং করতে এসে ৩৪ বলে ৩৫ রান করে আউট হন। মোহাম্মদ নেওয়াজ এর বলে বড় শট খেলতে গিয়ে ইফতিকার আহমেদের হাতে ক্যাচ তুলে দেন বিরাট। সেই সময় তার ক্রিজে থাকাটা খুব প্রয়োজন ছিল কারণ লোকেশ রাহুল এবং রোহিত শর্মা ছাড়া ভারতীয় টপ অর্ডারের দুই স্তম্ভ, তারা অল্পেই ফিরে গিয়েছিলেন। বিরাট কোহলি এই সময় নিজের উইকেট খুইয়ে সে ভারতীয় পরবর্তী ব‍্যাটারদের চাপ আরো বাড়িয়ে দিয়েছিলেন।

এমন পরিস্থিতিতে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমানে ক্রীড়া বিশেষজ্ঞ দানিশ কানেরিয়া, লোকেশ রাহুল এবং রোহিত শর্মা সাথে সাথে কোহলিরও কড়া সমালোচনা করেছেন। কাল এমন একটা দিন ছিল যখন বিরাট কোহলির হাতে সময় এবং সুযোগ দুটোই ছিল তার সমালোচকদের জবাব দেওয়ার। তার ভাগ্যও তাকে সঙ্গ দিচ্ছিল। কিন্তু তা সত্বেও দায়িত্বজ্ঞানহীনের মত নিজের উইকেট সরে আসায় তাকে নিয়ে হতাশ দানিশ কানেরিয়া।

তিনি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন, “বিরাট কোহলির ওপর সকলের নজর ছিল এবং তিনি আবার বড় মঞ্চে ফ্লপ করলেন। রাহুলের আউট হওয়া টা দুর্ভাগ্যজনক ছিল রোহিত শর্মা ও চাপে পড়ে উইকেটকে এসেছেন কিন্তু কোহলি এমন একটি শট খেলতে গিয়ে আউট হয়েছেন যা খেলতে সচিন টেন্ডুলকারও তাকে একসময় যখন একসঙ্গে খেলতেন তখন নিষেধ করতেন। কারণ তিনি দেখেছিলেন কোহলি যতবার এক্সট্রা কভারের উপর দিয়ে ইনসাইড আউট শট খেলতে চেষ্টা করেন, তখন তাকে পুরোপুরি স্বচ্ছন্দে দেখায় না। তা সত্ত্বেও কোহলি সেই একই ভুল করলেন।”

কানেরিয়া আরও যোগ করেছেন, “বিরাট খুবই ভাগ্যবান ছিল যে কারণ ও দ্বিতীয় বলেই ফিরে যেতে পারত। গোটা ইনিংসে ও একটা বা দুটো ভালো শট খেলেছে। কিন্তু ভাগ্য যেহেতু ওকে সঙ্গ দিচ্ছিল তাই ওর উচিত ছিল ম্যাচটার শেষ অবধি টিকে থাকার যেটা ও করতে পারেনি।” ভারতের জন্য সৌভাগ্যের ব্যাপার ছিল এটাই যে বিরাট কোহলি, রোহিত শর্মারা দ্রুত ফিরে গেলেও স্নায়ুর চাপ সামলে অসাধারণ পারফরম্যান্স করে হার্দিক পান্ডিয়া ভারতকে ম্যাচ জিতিয়ে দিতে পেরেছিলেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর