বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার মাঠে দেখা যাবে বাঙ্গালীদের সবচেয়ে প্রিয় স্পোর্টস আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ নিজেই একমাস আগে ব্যাপারটি নিশ্চিত করেছিলেন নিজের ইনস্টাগ্রাম পোস্টের মধ্যে দিয়ে। তাকে ফের ২২ গজে দেখা নিয়ে আগ্রহের অন্ত ছিল না ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সৌরভ নিজেও জিমে গা ঘামিয়ে বিশ্ব একাদশের বিরুদ্ধে ইন্ডিয়া মহারাজাসের অধিনায়ক হয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। ফির একবার সেওয়াক কাইফ হরভজন দলের নেতৃত্ব দিতে দেখা যেত প্রাক্তন ভারত অধিনায়ককে।
উদ্যোক্তারা লেজেন্ডস লিগের এই ম্যাচটিকে ঘিরে নানান রকম বিশেষ আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন। যার একটা অংশ ছিল প্রাক্তন ভারত অধিনায়ক কে সংবর্ধনা দেওয়া। কিন্তু আপাতত পুরো ব্যাপারটাই ভেস্তে গেল। আর এই ম্যাচে ব্যাট নিয়ে নামবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে ১৬ই সেপ্টেম্বর ইডেনের মাঠ নিয়ে শহরবাসীদের মধ্যে যা আগ্রহ ছিল তাতে অনেকটাই যে এবার ভাটা পড়বে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।
কিন্তু কেন সৌরভ গাঙ্গুলি নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নিলেন! এখনো অবধি সেই নিয়ে কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি। এই কোটা প্রজেক্ট এর মুখ্য ভূমিকায় ছিলেন সৌরভের ছোটবেলার বন্ধু সঞ্জয় দাস। কিন্তু দোসরা সেপ্টেম্বর তাকে শ্রেণীতে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে চাননি। তবে স্পষ্টতই বলা যায় যে সৌরভ না থাকায় এই প্রত্যকের উদ্যোক্তারা খুবই হতাশ।
সৌরভ কেন সরে দাঁড়িয়েছেন তা নিয়ে ইতিমধ্যে দুটো থিওরি উঠে আসতে শুরু করে দিয়েছে:
১. সৌরভ এখন বিসিসিআই সভাপতি। তার পক্ষে এইরকম কোন সংস্থার উদ্যোগে সঙ্গে যুক্ত থাকা হলে সেই কাজটা আনএথিক্যাল হবে বলে অনেকে মনে করছেন। ইস মুহূর্তে হয়তো সেটা বুঝতে পেরেই নিজেকে এই প্রতিযোগিতা থেকে সরিয়ে নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
২. সৌরভ এর শারীরিক অবস্থা আর আগের মতো ভালো নেই। সম্প্রতি হার্টের সমস্যার কারণে দুবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন আর তার পক্ষে 22 গজে নেমে একটি পূর্ণ ম্যাচের ধকল নেওয়া সম্ভব হবে না বলে অনেকে আশঙ্কা করছেন। হয়তো নিজের শারীরিক সমস্যার কথা ভেবেই শেষপর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মহারাজ।