সিঁথিভরা সিঁদুর, টমবয় লুক বদলে লাল টুকটুকে বউ সাজলেন বনি! নতুন চমক ‘গাঁটছড়া’য়

বাংলাহান্ট ডেস্ক: যারা সিরিয়ালের পোকা তাদের পছন্দের তালিকায় একেবারেই প্রথম দিকেই নাম থাকবে ‘গাঁটছড়া’র (Gantchhora)। ট্রোলের মোকাবিলা করতে করতেই পথচলা শুরু করেছিল স্টার জলসার এই সিরিয়াল। কিন্তু খুব তাড়াতাড়িই নিজের জায়গাটা চিনিয়ে দেয় গাঁটছড়া। যারা একসময় ট্রোল করছিলেন আজ তারাই এই সিরিয়ালের বাঁধা দর্শক। আর খড়ি ঋদ্ধি জুটির তো জবাব নেই।

দ‍্যুতি, খড়ি আর বনি তিন বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল সিরিয়াল। তিনজন তিন রকম। বড় বোন দ‍্যুতি সারাক্ষণ সাজগোজ নিয়ে ব‍্যস্ত, মেজ জন কর্মঠ, স্পষ্টবাদী। আর তিন নম্বর বোনটি টমবয়। সিরিয়ালের শুরু থেকে বনিকে এমন ভাবেই দেখানো হয়েছে। জিন্স, শার্ট আর মাথায় টুপি পরেই বেশি স্বচ্ছন্দ বোধ করে সে।

Gantchhora
কিন্তু সম্প্রতি বনির মনেও দোলা দিয়েছে। সুন্দরী অয়নার প্রতি কুণালের মুগ্ধতা দেখে যেন একটু ক্ষুন্ন বনি। তারও ইচ্ছা হয় মেয়েদের মতো সাজগোজ করতে। কিন্তু কুণাল অয়নার বিয়েতে লেহেঙ্গা পরে সেজে হাসির খোরাক হয় বনি। অথচ ভাগ‍্যের ফেরে দেখা যাবে শেষমেষ কুণালেরই বউ হয়ে সিংহরায় বাড়িতে পা রাখবে বনি।

আপাতত কুণালের বিয়ে নিয়েই মেতে রয়েছেন দর্শকরা। তার মাঝে বনিকে দেখা গেল নতুন সাজে। লাল টুকটুকে বেনারসী, ব্লাউজ। কপালে লাল টিপের চারপাশে চন্দনের কলকা আঁকা। সিঁথি ভর্তি সিঁদুর, কিছুটা আবার পড়েছে নাকেও। সিঁদুরে সোহাগিনী বনিকে দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের।

https://www.instagram.com/p/Cct7QSlv36m/?igshid=YmMyMTA2M2Y=

তবে ছবি দেখে বোঝা যাচ্ছে, এই লুক আদৌ বনির নয়। অভিনেত্রী অনুষ্কা গোস্বামীই ধরা দিয়েছেন নতুন রূপে। পর্দার বোনের ছবি তুলেছেন বড়দিদি শ্রীমা ভট্টাচার্য। অনস্ক্রিন জামাইবাবু অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায় আবার মজা করে লিখেছেন, ‘ব‍্যস হয়ে গেল! আর কী তুইও আয়, তোকেও জ্বালাই।’

https://www.instagram.com/p/Cfyru4Ur9if/?igshid=YmMyMTA2M2Y=

অনুষ্কাকে বিয়ের সাজে দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। বনিকে কোন সাজে দেখা যাবে? চিরাচরিত টমবয় লুকেই নাকি নববধূ রূপে? আপাতত সেটা দেখার জন‍্যই অপেক্ষায় দিন গুণছেন গাঁটছড়ার দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর