‘বেআইনি নির্মাণচক্রের মাফিয়া ফিরহাদ, এর ED, CBI তদন্ত হোক’, গার্ডেনরিচ নিয়ে বিপাকে মেয়র?

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মধ্যরাতে গার্ডেনরিচের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। (Garden Reach Building Collapse)। নির্মিয়মান বহুতল ভেঙে এখনও পর্যন্ত মোট ৮ জনের মৃত্যু হয়েছে। ওই বহুতল যে বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল ইতিমধ্যেই তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার বন্দর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)।

বেআইনি নির্মাণ নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) কাঠগড়ায় তুললেন রাকেশ সিং। তাঁর দাবি, এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম মদতেই বন্দর এলাকাজুড়ে দাপিয়ে চলছে বেআইনি নির্মাণ চলছে। তার দাবি, মোটা টাকায় বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে সম্পত্তি। আর যার ৫০-৬০% যায় ফিরহাদের পকেটে।

বিজেপি নেতার আরও দাবি, এভাবে বেআইনি নির্মাণ থেকে বিপুল পরিমানে টাকা আদায় করছে ফিরহাদ। আর সেই টাকা বিদেশে পাচার হয়ে যায়। এই গোটা ঘটনা নিয়ে আগেই তিনি ED – CBIকে চিঠি দিয়ে নিজের অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন রাকেশ সিং। কেবল দাবিই নয়, এদিন সংবাদমাধ্যমের সামনে প্রমাণ হিসেবে একাধিক কাগজও দেখান বিজেপি নেতা।

rakesh singh

রাকেশবাবুর দাবি, এই বেআইনি নির্মাণ নিয়ে এবার ইডি ও সিবিআই তদন্ত হোক। এদিন কলকাতার মেয়রকে বেআইনি নির্মাণচক্রের মাফিয়া বলেও আক্রমণ করেন রাকেশ। এদিন নির্মাণ বিপর্যয়ের ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে। ওই নির্মীয়মাণ পাঁচ তলা বহুতলটি আশপাশের বেশ কিছু ঝুপড়ি উপর ভেঙে পড়ায় বিপর্যয় ঘটে।

gardenreach

আরও পড়ুন: রাজীব কুমার অতীত! ভোটের আগে রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়, কে এই ব্যক্তি?

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম। বিপর্যয়ের খবর পেয়ে সেখানে যান দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। এদিন সেখানে অসুস্থ অবস্থাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী। মৃতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য। ইতিমধ্যেই অভিযুক্ত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর