বাংলা হান্ট ডেস্কঃ অনলাইন গেমিং অ্যাপ (Online Gaming App) প্রতারণা কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পুনরায় একবার কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনার শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রথমে ১৭.৩২ কোটি টাকা আর এবার পুনরায় একবার ৩২ কোটি টাকা ফ্রিজ করল লালবাজার (Lalbazar)। তল্লাশিতে ১৬০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পায় পুলিশ আর সেগুলি থেকে ইতিমধ্যে ৩২ কোটি টাকার উদ্ধার করা গিয়েছে বলে খবর।
অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসে চলেছে। সম্প্রতি, গার্ডেনরিচে আমির খান নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭ কোটির অধিক অর্থ উদ্ধার করে তদন্তকারী সংস্থা। পরবর্তী ক্ষেত্রে তল্লাশি চালিয়ে আরো বেশ কিছু সম্পত্তি উদ্ধার করা হয় আর এবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি অফিসে সন্ধান চালিয়ে মোট ১৬০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেল লালবাজার। এই সকল অ্যাকাউন্ট হতে ৩২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার হওয়ার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য মিলে চলেছে পুলিশের হাতে। প্রসঙ্গত, আমির খান নামে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়ার পর ভিন রাজ্যে আত্মগোপন করে সে। তবে পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেফতার করে পুলিশ। তাদের অনুমান, অনলাইন গেমিং অ্যাপ সংক্রান্ত প্রতারণা মামলায় মূলত বিদেশ থেকেই প্রতারণার চক্র চালানো হতো। এবং এই মামলায় আমির খানের পাশাপাশি ইতিমধ্যে বেশ কয়েকটি নাম উঠে এসেছে, যাদের মধ্যে অন্যতম হলো শুভজিৎ শ্রীমানি।
সূত্রের খবর, বিগত কয়েক বছর ধরে দুবাইতে থাকতো শুভজিৎ এবং সেখান থেকেই প্রতারণা চক্র নিয়ন্ত্রণ করা হতো বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সল্টলেকে তার অফিসে যেতেই চক্ষুচড়ক গাছ হয়ে যায় গোয়েন্দা অফিসারদের। অফিস বন্ধ থাকলেও ভেতরে কম্পিউটার থেকে সার্ভার, সব সক্রিয় থাকার পাশাপাশি অন্যান্য একাধিক উল্লেখযোগ্য তথ্য হাতে লাগে পুলিশের।
গার্ডেনরিচ কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছে ইডি। এক্ষেত্রে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এগুলি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করা হতো বলে খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সম্প্রতি সল্টলেকের অফিসে সন্ধান চালিয়ে দু হাজারের কাছাকাছি সিম কার্ড এবং একাধিক ডেবিট কার্ড উদ্ধার করে পুলিশ। এই মামলায় আমির খানের পাশাপাশি ইতিমধ্যেই আরও চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আর এবার ৩২ কোটি টাকা মেলার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা বাংলায়।