খাস কলকাতায় বাড়িতে ঢুকে তরুণীর হাত-পা বেঁধে গণধর্ষণ, ১৫ লক্ষ টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতায় তরুণীকে বেঁধে গণধর্ষণ করার ঘটনা সামনে এল। এই ঘটনার পর রাজ্যের রাজধানীতে মহিলা সুরক্ষা নিয়ে নানান প্রশ্ন উঠছে। কলকাতার গার্ডেনরিচে বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণ করার পর লুটপাটের ঘটনা সামনে এসেছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে গার্ডেনরিচ এলাকায় বাড়িতে একাই ছিলেন তরুণী। আর সেই সুযোগে ৩-৪ জনের দুষ্কৃতী দল দরজা ভেঙে বাড়িতে ঢুকে তরুণীর হাত-পাদ বেঁধে তাঁকে গণধর্ষণ করে। এরপর তাঁরা বাড়ি থেকে ১৫ লক্ষ টাকা লুট করে পালায়।

ঘটনার খবর পেয়ে বুধবার ভোরে ওই তরুণীর বাড়িতে যায় কলকাতা পুলিশের শীর্ষ আধিরকারিকরা। নির্যাতিতার সঙ্গে কথা বলে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। গোয়েন্দা বিভাগ মামলার তদন্তে নেমেছে। নির্যাতিতার প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে পুলিশ। গোয়েন্দাদের মতে, তরুণী বাড়িতে একা থাকার খবর আগে থেকেই জানত দুষ্কৃতীরা। আর সেই সুযোগেই তাঁরা এই কাণ্ড ঘটিয়েছে।

X