বাংলাহান্ট ডেস্ক: এই মূহুর্তে বাংলা উত্তপ্ত পবন সিংয়ের লড়াই নিয়ে। বিশেষ করে এবার খেলা চলছে বাংলা পক্ষ বনাম শাসকদলের বিরুদ্ধে। আর এরই মাঝে ক্ষেপে লাল গর্গ চট্টোপাধ্যায় (Garga Chattopadhyay)। চোখা চোখা বাক্যবাণে তৃণমূল বিধায়ক হরেরাম সিংকে সার্ফ জলে ধুয়ে দিয়েছেন বাংলা পক্ষ সম্পাদক। সোজা ‘তুই, তোকারি…..’ তে এসে ঠেকেছে সম্পর্ক। একেই পবন সিংয়ের বাংলায় আসা নিয়ে ঘোরতর বিরোধিতা চলছে, তার উপর হরেরাম সিংয়ের বিশেষ মন্তব্য বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয়।
কড়া হুঁশিয়ারি গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chattopadhyay)
সম্প্রতি পবন সিংয়ের (Pavan Singh) আসা নিয়ে, এক বিশেষ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখা যায় জামুড়িয়া বিধায়ক হরে রাম সিংকে। যখন বিরোধী দল, বাংলা পক্ষর তরফ থেকে পবন সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। সেই সময় পবন সিংয়ের পক্ষ নিয়ে হরেরাম সিং বলেন, “শিল্পীর কোনো গণ্ডি হয় না।” অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, পবন সিংকে ডেকে কোন ভুল কাজ করেন নি। কারণ পবন সিং ভোজপুরী গায়ক হলেও, তিনিও শিল্পী।
তাই শিল্পীর কোনো মাপকাঠি হয় না। উল্টোদিকে হরেরাম সিংকে (Hareram Singh) পবন সিংয়ের পাশে দাঁড়াতে দেখে রীতিমতো চাঁচাছোলা ভাষায় তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “হরেরাম সিং তোর দেশওয়ালি ভাই, তুই যতই পবন সিংকে শিল্প, শিল্পী, রবীন্দ্রনাথ, নজরুলের উপরে মনে করিস না কেনো, তার বিরুদ্ধে এই ধর্ষককাম জন্তুগুলির বিরুদ্ধে, বাঙালির মনে, যেকোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে ঘৃণা আমরা সৃষ্টি করবোই”।
আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতির মধ্যেই নয়া মামলা! মহা ফাপড়ে পর্ষদ, অভিযোগ শুনবেন জাস্টিস সিনহা
অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন বাঙ্গালীদের মনে তিনি পবন সিংকে কোনমতেই জায়গা করতে দেবেন না। বাঙালির মেয়েকে অপমান করা বাঙালি নারীকে ভোগ্যবস্তু হিসেবে তুলে ধরা গায়ককে সকলের কাছে তিনি ঘৃণার পাত্র করে তুলবেন। এমনই ভাবে হরেরাম সিংকে কটাক্ষ করেছেন বাংলাপক্ষ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় (Garga Chatterjee)। সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন এই বাংলায় কোন মতেই গুজরাটি গায়ক পবন সিংকে প্রবেশ করতে দেবেন না।
তাতে যা যা করতে হয় তিনি ঠিক তাই তাই করবেন। সেই ভিডিওই সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই সাথে তিনি হরেরাম সিংকে চ্যালেঞ্জ করে বলেন, “তুই যা করার করে নে, আমি বাঙালির ছেলে, আমি সুভাষ জাতির ছেলে, আমি বাঘাযতীন জাতির ছেলে, আমি চিত্তরঞ্জন জাতির ছেলে, আমি পবন সিংয়ের জাতির সন্তান নই, আমি পবন সিংয়ের দেশওয়ালি ভাই নই”।