বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত কৌতূহলের। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন রেলে। আজ দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। সব ধরনের যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের ট্রেন নিয়ে এসেছে রেল। ট্রেনের আধুনিকীকরণ থেকে শুরু করে প্রযুক্তিগত উন্নয়ন, ভারতীয় রেল ক্রমশ এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে নিজেদের।
এবার বড় খবর উঠে আসছে গরিব রথ নিয়ে। কম খরচে এসি কোচে যাতে সবাই যাত্রা করতে পারেন সেই লক্ষ্যে ভারতীয় রেল গরিব রথ ট্রেন নিয়ে এসেছিল। এবার ভারতীয় রেল বেশ কিছু বড় সিদ্ধান্ত নিল এই ট্রেনকে নিয়ে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত ভাড়া বাড়ানো হবে না গরিব রথের। এদিকে রেলের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি যাত্রীরা।
আরোও পড়ুন : এক বন্ধুর জন্য আরেক বন্ধুকে ত্যাগ করছে পাকিস্তান? ফের বড় সঙ্কট ডেকে আনছে পড়শি দেশ
এমনকি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, গরিব রথ ট্রেনের রংও বদল করা হতে পারে। জানা যাচ্ছে, এলএইচবি কোচ যুক্ত করা হতে পারে আনন্দ বিহার থেকে কানপুর হয়ে ভাগলপুর, দীনদয়াল উপাধ্যায় জংশন, পাটনা, মোকামা, কিউল, জামালপুর ও সুলতানগঞ্জ পর্যন্ত ট্রেন নম্বর ২২৪০৬ গরীব রথ এক্সপ্রেস এবং ভাগলপুর থেকে আনন্দ বিহার পর্যন্ত ট্রেন নম্বর ২২৪০৫ গরীব রথ এক্সপ্রেসে।
আনন্দ বিহার থেকে মুজাফফরপুর পর্যন্ত ১২২১২ এবং মুজাফফরপুর থেকে আনন্দ বিহার পর্যন্ত ১২২১১ ট্রেনে যুক্ত করা হচ্ছে এলএইচবি কোচ। চলতি সপ্তাহেই গরিব রথ এক্সপ্রেসে যুক্ত করা হবে এলএইচবি কোচ।একসাথে আরো বেশি সংখ্যক যাত্রী যাতে এই ট্রেনে যাতায়াত করতে পারেন তার জন্য অতিরিক্ত কোচ লাগানো হবে গরিব রথে।