শেষমেশ একী হল কলকাতায়! টাকা দিয়েও মিলছে না LPG Cylinder! বাধ্য হয়ে যা বলল Indian Oil….

বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় মিলছে না এলপিজি সিলিন্ডার (Gas Crisis in Kolkata)। গৃহস্থ বাড়িতে রান্না করা এখন চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে যেখানে বুকিংয়ের পর দুই-তিন দিনের মধ্যে গ্যাস ডেলিভারি হয়ে যেত, সেখানে এখন চার-পাঁচ দিন কেটে গেলেও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার (Gas Crisis in Kolkata)।

কলকাতা এলপিজি সিলিন্ডার নিয়ে হাহাকার (Gas Crisis in Kolkata)

তাই স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ অনেকের। টালা থেকে টালিগঞ্জ, বালি থেকে বালিগঞ্জ, সব এলাকার বাসিন্দাদের এখন একটাই প্রশ্ন, কীভাবে রান্না হবে সিলিন্ডার (LPG Cylinder) ছাড়া? তবে হঠাৎ করে কেন সৃষ্টি হল এমন পরিস্থিতির? এই নিয়ে অবশেষে মুখ খুলল ইন্ডিয়ান অয়েল (Indian Oil)।

আরোও পড়ুন : হায় হায়! বড় ধাক্কা খেল SBI, PNB! এই ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ রাজ্য সরকারের! কিন্তু কেন?

ইন্ডিয়ান অয়েল সূত্রে খবর, একটানা কর্ম বিরতি চলছে কল্যাণীর প্লান্টে (Kalyani Plant)। সেই জন্যই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। বহুদিন ধরেই শ্রমিক বিক্ষোভ চলছিল কল্যাণীতে ইন্ডেনের LPG বটলিং প্লান্টে। সেই কারণে সাত দিন কারখানায় বন্ধ ছিল কাজ। এই প্লান্ট থেকে সিলিন্ডার সরবরাহ হয় মূলত উত্তর ২৪ পরগনা, নদিয়া ও কলকাতার বড় একটি অংশে।

আরোও পড়ুন : এবার কপাল খুললো বাংলার! ব্রিটেন থেকে সরল হেড অফিস, কলকাতায় আনার প্ল্যান এই কোম্পানির

তবে সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। অন্যদিকে, তৃণমূল সংগঠনের সাধারণ সম্পাদক অজিত কীর্তনিয়া দাবি করেছেন, ‘‘মিথ্যে অভিযোগ। কাজ বন্ধ করিনি। অগস্ট থেকে নতুন টেন্ডার শুরু হওয়ায় প্রথম সাত-আটদিন কাজের গতি শ্লথ ছিল।’’ ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ যদিও দাবি করেছে যে গ্যাসের আকাল হবেনা কলকাতায় (Gas Crisis in Kolkata)।

lpg f

বিজেপি সমর্থিত ঠিকা ট্রান্সপোর্ট মজদুর সঙ্ঘের সম্পাদক সঞ্জীব মালো জানান, ‘‘তৃণমূলের সংগঠন নিজেদের স্বার্থে কর্মবিরতি করেছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মিলে আমাদের ৫৭ জন সদস্যের গাড়ি বসিয়ে দিয়েছে। অথচ ন্যূনতম মজুরি, নিয়োগ, কর্মীদের সুরক্ষা সংক্রান্ত একাধিক দাবি মানছেন না কর্তৃপক্ষ। আমরা কাজ বন্ধ না করেও সোমবার থেকে আন্দোলনে নেমেছি।’’

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর