আর কতটা গ্যাস পড়ে আছে সিলিন্ডারে? ভাবছেন কিভাবে জানা যাবে? ফলো করুন এই ট্রিকস্

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগে গৃহস্থ বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) ব্যবহার খুবই কমন। এমনকি হোটেল-রেস্তোরাঁগুলিতেও রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে এলপিজি গ্যাস সিলিন্ডার। তবে এলপিজি সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট রয়েছে তা নিয়ে দ্বিধায় থাকেন অনেকেই। অনেক সময়ে রান্না চলাকালীন অবস্থায় ফুরিয়ে যায় গ্যাস। এমন পরিস্থিতির সৃষ্টি হলে স্বাভাবিকভাবে তৈরি হয় সমস্যা।

গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) সংক্রান্ত তথ্য

গ্যাস সিলিন্ডার বুক করলেও তা পেতে পেতে লেগে যায় দু-তিন দিন। তবে আগে থেকে যদি সিলিন্ডারের অবশিষ্ট গ্যাস সম্পর্কে আঁচ পাওয়া যেত তাহলে কেমন হত? এলপিজি সিলিন্ডারে কতটা পরিমাণ গ্যাস অবশিষ্ট রয়েছে তা মাপার জন্য অনেকেই একাধিক ট্রিকস ব্যবহার করে থাকেন। তবে আজকের প্রতিবেদনে আমরা আপনাদের এমন একটি কৌশল সম্পর্কে জানাতে চলেছি যেটি অত্যন্ত বিজ্ঞানসম্মত।

আরও পড়ুন : আজকের রাশিফল ২৮ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

এই পদ্ধতিতে আপনারা সহজেই জেনে যেতে পারবেন আপনার রান্নাঘরের এলপিজি (Liquified Petroleum Gas) সিলিন্ডারে আর কতটা পরিমাণ গ্যাস অবশিষ্ট রয়েছে। রান্না করার সময়ে যদি দেখেন আগুনের শিখা লালচে হয়ে উঠেছে, তাহলে বুঝবেন আপনার সিলিন্ডারের (LPG Cylinder) গ্যাস শেষ হতে বসেছে। এছাড়াও ওভেন বা বার্নারে ময়লা জমলেও আগুনের শিখা লাল হয়ে উঠতে পারে।

আরও পড়ুন : ‘অসহায় লাগছে?’, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে পোস্টার পড়ল শহরে! কে এই মৃত্যুঞ্জয় কর?

তবে আপনার এলপিজি সিলিন্ডারে কত পরিমাণ গ্যাস অবশিষ্ট রয়েছে সেটা জানতে পারবেন একটি সহজ কৌশলেই। এই কৌশল অবলম্বন করার জন্য প্রথমে ভালো করে মুছে ফেলুন আপনার সিলিন্ডারের বডি। সিলিন্ডারের গায়ে যাতে কোনও রকম ধুলো-ময়লা না থাকে সেই বিষয়ে নিশ্চিত হন। এরপর ফের ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন এলপিজি সিলিন্ডারটিকে। এবার সিলিন্ডারটিকে শুকনো হওয়ার সময় দিন।

Gas quantity in LPG Cylinder measurement

সিলিন্ডারের যে অংশটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে বুঝে নেবেন সেখানে কোনও গ্যাস নেই। সিলিন্ডারের যে অংশে ভেজা ভাব শুকনো হতে সময় নেবে জানবেন সেখানে রয়েছে গ্যাস। সাধারণত সিলিন্ডারের ভেতর গ্যাস থাকে তরল অবস্থায়। বাইরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ভিতরে থাকা তরল গ্যাসের তাপমাত্রা বেশ খানিকটা কম। তাই সিলিন্ডারের যে অংশে গ্যাস থাকবে সেই অংশটি শুকনো হতে বেশি সময় নেবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর