মাঠে ঢুকে পড়ল কুমির, হেসে খুন খেলোয়াড়রা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আক্ষরিক অর্থেই যেন খাল কেটে কুমির আনা! অবশ্য কাউকে নিয়ে আসতে হয়নি, কুমির নিজেই হাজির ফ্লোরিডার ফুটবল ট্রেনিং গ্রাউন্ডে! সোমবার অনুশীলন শুরুর ঠিক আগে একটি বেশ লম্বা কুমিরকে মাঠের মধ্যে দেখেন টরেন্টো এফসির ফুটবলাররা।তবের ভয়াবহ কিছু ঘটেনি। উল্টে প্রমাণ সাইজের ওই কুমির দেখে হেসেই খুন কানাডার ওই ফুটবল দলের খেলোয়াড়রা।

২৭ জুলাই কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ক্রুজ আউল এফসির সঙ্গে ম্যাচ ছিল টরেন্টোর। বাধ সাধে মেক্সিকো সরকারের ঘোষণায়। সেদেশের সরকার বাইরে থেকে কোনও ব্যক্তির প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচের ঠিক আগে ঘটে যায় এই ঘটনা।

সোশ্যাল মিডিয়া থেকে যে ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, টরেন্টোর ফুটবলাররা নিরাপদ দুরত্ব থেকে দাঁড়িয়ে কুমিরটির সঙ্গে তাঁদের ছবি তুলছেন ও চিতকার করেছেন। এরপর একজন গলফ কার্ট নিয়ে কুমিরটিকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কুমিরটি এরপর উর্ধ্বশ্বাসে ছোটা লাগালে ফুটবলাররা অল্প সময়ের জন্য হলেও ঘাবড়ে গিয়েছিলেন, অতি দ্রুত গোটা ব্যাপারটা সামলে নিয়ে হাসিতে গড়িয়ে পড়েন তারা।এরপর টরেন্টো এফসির পক্ষ থেকে মজা করে টুইট করা হয়, ‘টরেন্টো এফসি অত্যন্ত অল্প সময়ের জন্য ওই অ্যালিগেটরটির সঙ্গে লোনের শর্তবলী সম্মত হয়েছে।চুক্তি সম্পূর্ণ করা হয়েছে আমাদের জিএএম দ্বারা।‘

https://platform.twitter.com/widgets.js

কুমির, অ্যালিগেটর ও ঘড়িয়ালরা সাধারণ দৃষ্টিতে একই রকম দেখতে হলেও, জীববিজ্ঞানের দৃষ্টিতে এরা পৃথক বর্গের অন্তর্গত। ঘড়িয়ালের মুখের ডগার কাছটি গোলাকার। তবে অ্যালিগেটর ও কুমিরকে পৃথক করা একটু কঠিন। বাহ্যিক দৃষ্টিতে কুমিরের মাথাটি সরু ও দীর্ঘ আকারের হয়। অ্যালিগেটরের মুখটি অনেকটা ইংরেজি ইউ আকৃতিবিশিষ্ট এবং কুমিরের মুখটি ইংরেজি ভি আকৃতিবিশিষ্ট হয়। কুমিরের উপরের ও নিচের চোয়াল দুটির প্রস্থ এক এবং নিচের চোয়ালের দাঁতগুলি মুখ বন্ধ থাকা অবস্থায় উপরের চোয়ালের দাঁতগুলির উপরে থাকে। ফলে দাঁতগুলি ওই অবস্থায় দেখা যায়। এই বৈশিষ্ট্য অ্যালিগেটরের নেই।

X