বাংলা হান্ট ডেস্কঃ গোসেবার জন্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত জার্মানির ফ্রেডরিক ইরিনা ব্রুনিং (Friederike Irina Bruning) ওরফে সুদেবী দাসি (৬১) মথুরাতে নিজের গোশালা খালি করার জন্য হুমকির শিকার হচ্ছেন। ইরিনা উত্তর প্রদেশ পুলিশের কাছে নিরাপত্তা আর ন্যায়ের আর্জি জানিয়েছেন। ইরিনা বিগত ৩০ বছর ধরে আশ্রয়হীন গরুদের জন্য গোশালা চালাচ্ছেন। গোবর্ধন থানা এলাকার রাধাকুণ্ড কসবার পাশে ওনার সুরভী গোশালায় আড়াই হাজার গরু-বাছুর আছে।
ইরিনার গোশালায় আশ্রয়হীন গরুদের সেবা, চিকিৎসা আর খাবারের বন্দোবস্ত করার পাশাপাশি তাঁদের আশ্রয়ও দেওয়া হয়। ওনার সেবার কাজে প্রভাবিত হয়ে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে। ইরিনা অভিযোগ করে জানান, গ্রামের কিছু মানুষ এখন ওনাকে গোশালা খালি করার জন্য হুমকি দিচ্ছে। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে জানান ইরিনা। প্রায় দিনই গোশালাই তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও কোনও কাজ হয়ে বলে জানান তিনি। এবার তিনি এসএসপি অফিসে গিয়ে সুরক্ষা আর ন্যায় বিচার চেয়েছেন।
নিজের অভিযোগ ইরিনা জানান, অক্টোবর ২০২০ তে তাঁর গোশালা দখলের চেষ্টা হয়েছিল। তখন দুষ্কৃতীরা তাঁর কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে আর বন্দুক উঁচিয়ে হুমকি দিয়ে যায়। এরকমই ঘটনা গত বছর ডিসেম্বর মাসেও হয়েছিল। তাঁরা সেই সময় ইরিনার থেকে বড়সড় টাকা চেয়ে বসেছিল। ইরিনা জানান, এবছরের ২৫ মার্চেও একই ভাবে হুমকি দেওয়া হয় আমাকে। তিনি জানুয়ারি মাসে মথুরার এসএসপির কাছে এই বিষয়ে দু’বার অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ইরিনা অভিযোগ করে বলেন, দুষ্কৃতীরা তাঁর সব সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে।
পুলিশ জানায়, এই বিষয়ে এফআইআর দায়ের করে তদন্ত করা হচ্ছে। আইপিসির ১৪৭, ৪৫২ আর ৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে নয়জন অভিযুক্তকে সনাক্ত করা হয়েছে।
বলে দিই, ১৯৭৮ সালে সুদেবী দাসি (ইরিনা) একজন পর্যটক হিসেবে ভারতে এসেছিলেন। এরপর তিনি ভারতের পরম্পরা আর ঐতিহ্যে মুগ্ধ হয়ে সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত হন। পশ্চিম উত্তর প্রদেশে আশ্রয়হীন গরুদের সেবার জন্য তিনি চার দশক ধরে উল্লেখনীয় কাজ করে চলেছেন। ২০১৯ সালে ওনার ভিসার মেয়াদ না বাড়ানোয় পদ্মশ্রী অ্যাওয়ার্ড ফেরত দেওয়ার কথা বলেছিলেন। এরপর তৎকালীন বিদেশমন্ত্রী সুশমা স্বরাজ ওনার সমস্যার সমাধান করেন।