বিয়ের দু বছর পর সুখবর, মা হতে চলেছেন গওহর খান! উর্দুতে দিলেন সুখবর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বছরের শেষ লগ্নে আরো এক সুখবর এল বিনোদন দুনিয়া থেকে। মা হতে চলেছেন অভিনেত্রী গওহর খান (Gauahar Khan)। স্বামী জয়েদ দরবারের সঙ্গে যৌথ ভাবে সুখবর শেয়ার করেছেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। বেশ মজার একটি ভিডিও বানিয়ে সুখবর জানিয়েছেন গওহর। অনুরাগীদের শুভেচ্ছার ঢল নেমেছে সোশ‍্যাল মিডিয়া পোস্টে।

বিয়ের দু বছর পর সন্তান আসার সুখবর দিচ্ছেন গওহর। ২০২০ সালের ডিসেম্বর মাসে জয়েদের সঙ্গে নিকাহ সারেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে প্রায়ই টুকটাক ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। এবারেও একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করে প্রেগনেন্সির খবর দিয়েছেন গওহর।

gauahar

স্বামীর সঙ্গে নিজের একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আপনাদের সবার ভালবাসা এবং প্রার্থনা চাই। মাশা আল্লাহ!’ সঙ্গে উর্দুতেও এক লাইন লিখেছেন গওহর। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নেহা কক্কর, অনন‍্যা পাণ্ডে, কৃতি খারবান্দারা।

উল্লেখ‍্য, এর আগে অভিনেতা কুশাল ট‍্যান্ডনের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি। অভিনেতা পরবর্তীকালে জানিয়েছিলেন, ধর্ম নিয়ে গওহরের সঙ্গে তাঁর প্রায়ই বিবাদ হত। কুশাল দাবি করেন, গওহর নাকি চাইতেন তিনি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যান।

তিনি সেটা না করাতেই নাকি সম্পর্ক ভেঙেছিল তাঁদের। অবশেষে দু বছর আগে ইসমাইল দরবারের ছেলে জয়েদ দরবারকে বিয়ে করেন গওহর। তারপর থেকে বেশ সুখেই ছিলেন দুজনে। সোশ‍্যাল মিডিয়ায় জুটির ফলোয়ার সংখ‍্যাও কম নয়।

https://www.instagram.com/reel/CmY_dw3qYVa/?igshid=YmMyMTA2M2Y=

ব‍্যক্তিগত জীবনের পাশাপাশি অন‍্যান‍্য বিষয় নিয়েও নিজস্ব মতামত প্রকাশ করতে দেখা যায় গওহরকে। রাজনৈতিক থেকে সাম্প্রতিক তম যেকোনো বিষয় নিয়েই মুখ খুলতে দেখা যায় তাঁকে। এর জন‍্য একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন গওহর।

সম্পর্কিত খবর

X