‘মিয়া খালিফা অনেক বড়ো কৃষক, উনি ইন্টারনেটে চাষবাস করেন’-ভাইরাল গৌরব ভাটিয়ার ভিডিও

কৃষক আন্দোলন ইস্যুতে পপ স্টার রিহানার পর প্রাক্তন পর্ন স্টার মিয়া খলিফাও নেমে পড়েছে। ভারতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইট করেন মিয়া। প্ল‍্যাকার্ড হাতে আন্দোলনকারী এক মহিলার ছবি টুইট করে তিনি লেখেন, ‘মানবাধিকার লঙ্ঘন করে এটা কি চলছে?! নয়া দিল্লির আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে?!’ আরো একটি টুইট করেছেন মিয়া। তিনি লেখেন, ‘পেইড অভিনেতা তাই না? কাস্টিং ডিরেক্টর বেশ ভাল। আশা করি পুরস্কার বিতরণের সময় এদের অবহেলা করা হবে না। আমি কৃষকদের পাশে আছি।’

ভারতের আন্তর্জাতিক ইস্যুতে কেন মিয়া, রিহানার এসে নাক গলাচ্ছে সেই নিয়ে আক্রোশ প্রকাশ করছে ভারতীয় তারকারা। লতা মঙ্গেশকর থেকে শুরু করে শচীন টেন্ডুলকারের মতো ব্যক্তিরা এই প্রোপাগান্ডার বিরুদ্ধে মুখর হয়েছে। অনেকে মিয়া, রিহানার নিয়ে ট্রোলও শুরু করেছে।

এই সকল চর্চার মধ্যে এক ভিডিও এখন ভাইরাল হয়ে পড়েছে। আসলে রিহানা, মিয়া খলিফার টুইট নিয়ে রিপাবলিক ভারত চ্যানেলে ডিবেট চলছিল। ডিবেটে অর্নব গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন যে এই মিয়া খলিফা কে? কোথায় থেকে মিয়া খলিফা চলে এল? এরপর বিজেপি প্রবক্তা গৌরব ভাটিয়া যা বলেন তা এখন ভাইরাল হয়ে পড়েছে।

গৌরব ভাটিয়া বলেন, মিয়া খলিফা একজন কৃষক। মিয়া খলিফার সমস্ত চাষবাস কৃষিকাজ ইন্টারনেটে হয়। তাই যখন দিল্লি বর্ডারে ইন্টারনেট বন্ধ ছিল তখন একজন বড়ো কৃষক হওয়ার কারণে তিনি দুঃখিত হয়ে পড়েন।

https://twitter.com/gauravbh/status/1357223136106713091?s=19

মিয়া খলিফার পর রিহানাকে নিয়েও ট্রোল করেন গৌরব ভাটিয়া। রিহানাকে কটাক্ষ করে একটা কবিতাও পড়েন গৌরব ভাটিয়া।

সম্পর্কিত খবর