‘আমি সত‍্যিই ভাগ‍্যবান’, মনের মানুষের ছবি পোস্ট করে খুল্লমখুল্লা প্রশংসা সব‍্যসাচী-পুত্র গৌরবের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গৌরব চক্রবর্তী (gaurav chakrabarty), টলিপাড়ার অন‍্যতম জনপ্রিয় অভিনেতা। ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। সব‍্যসাচী চক্রবর্তীর বড় ছেলের প্রেমে হাবুডুবু খান অসংখ‍্য মহিলা। কিন্তু গৌরব তো ইতিমধ‍্যেই তাঁর মনের মানুষ পেয়ে গিয়েছেন। আর তাঁর চোখে তিনিই ‘পরম সুন্দরী’।

তা গৌরবের এই মনের মানুষটি কে? বহুদিন আগেই তাঁর সঙ্গে হৃদয় দেওয়া নেওয়া হয়ে গিয়েছে অভিনেতার। দীর্ঘদিন ধরে সুখে সংসারও করছেন তাঁরা। তিনি হলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (ridhima ghosh)। বৃহস্পতিবার বিশ্ব সৌন্দর্য দিবস এর দিন গৌরব সগর্বে ঘোষনা করলেন তাঁর চোখে স্ত্রী ঋদ্ধিমাই সবথেকে সুন্দর মানুষ। আর কারোর সেখানে স্থান নেই।


দার্জিলিং থেকে স্ত্রী ঋদ্ধিমার একটি ছবি শেয়ার করেছেন গৌরব। চায়ের কাপ হাতে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। মুখে প্রাণোচ্ছল হাসি। স্ত্রীর এই ক‍্যান্ডিড ছবিতেই বোল্ড আউট গৌরব। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ্ব সৌন্দর্য দিবসে আমার সুন্দরী স্ত্রীর প্রশংসা করে একটি পোস্ট। আমি ভাগ‍্যবান।’ গৌরবের পোস্টের কমেন্টে পালটা উত্তর দিয়ে ঋদ্ধিমা লিখেছেন, ‘আমি সবথেকে ভাগ‍্যবতী’।

তবে অভিনেত্রী এক সময় জানিয়েছিলেন স্বামী গৌরব নয়, ভরং দেওর অর্জুন চক্রবর্তীর সঙ্গে বেশি মিল তাঁর। দুজনেই নাকি পাল্লা দিয়ে দুষ্টুমি করেন। সেখানে গৌরব অনেকটাই শান্ত। গৌরবের সঙ্গে ঋদ্ধিমার ঝগড়া হলে নাকি অর্জুনের সঙ্গে জোট বেঁধে স্বামীর পেছনে লাগেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CTmT9w5hz9Y/?utm_medium=copy_link

চলতি বছরেই ঋদ্ধিমা গৌরবের পরিবারে নেমে এসেছিল মৃত‍্যুর করাল ছায়া। করোনার দ্বিতীয় ঢেউ খুব ভয়াবহ রূপ নিয়ে এসেছিল তাঁদের পরিবারে। নিজের মাকে হারিয়েছিলেন ঋদ্ধিমা। মায়ের মৃত‍্যু সংবাদ জানিয়ে পোস্ট করেছিলেন ঋদ্ধিমা। মায়ের দুটি ছবি শেয়ার করে তিনি আক্ষেপ করেন, খুব তাড়াতাড়ি চলে গেলেন তাঁর মা। আর কেউ মায়ের মতো ভালবাসতে পারবে না বলেও আক্ষেপ করেন ঋদ্ধিমা।

X