ছেলে না ফিরলে মিষ্টি মুখে তুলবেন না, নবরাত্রিতে আরিয়ানের জন‍্য কঠিন মানত মা গৌরির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নবরাত্রি ও দূর্গাপুজোর আনন্দে গোটা দেশ যখন মাতোয়ারা, তখন আলোহীন শাহরুখ খানের সাধের মন্নত। বড় ছেলে আরিয়ান খান (aryan khan) মাদক কাণ্ডে বন্দি জেলের কুঠরিতে। বাবা হয়ে কি উৎসব পালন করতে পারেন তিনি? আরিয়ানের জামিনের জন‍্য সব রকম চেষ্টা তো বটেই, নবরাত্রিতে নাকি ছেলের জন‍্য মানতও রেখেছেন মা গৌরি খান (gauri khan)।

সূত্রের খবর, গৌরি নাকি মানত করেছেন যতদিন না আরিয়ান জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরত আসছে ততদিন তিনি কোনো মিষ্টি মুখে তুলবেন না। এই পুজোর সময়টাতেও কোনো মিষ্টি খাননি গৌরি। ছেলের জন‍্য এমনি কঠিন মানত রেখেছেন তিনি। দিন কয়েক আগেই জন্মদিন ছিল তাঁর। কিন্তু সেদিন জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ানের। এই প্রথম মায়ের জন্মদিনে পাশে থাকতে পারলেন না তিনি। কোনো রকম সেলিব্রেশন করেননি শাহরুখ গৌরি।


কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে গাড়ির মধ‍্যে চোখে হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়েছেন গৌরি। তবে এই ভিডিও আদৌ সত‍্যি কিনা বা ওই মহিলা গৌরিই কিনা তা জানা যায়নি। তবে একাধিক সংবাদ মাধ‍্যমের তরফে দাবি করা হচ্ছে ভিডিওতে মহিলা শাহরুখ পত্নি গৌরিই।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, ছেলের জন‍্য সেরা আইনজীবী খুঁজতে সারাক্ষণ ফোনেই ব‍্যস্ত রয়েছেন শাহরুখ গৌরি। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের মন্নতে আসতে বারন করলেও সলমন খান মাঝে মধ‍্যেই আসছেন শাহরুখের সঙ্গে দেখা করতে। ভাইজানের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগও রাখছেন শাহরুখ।

সম্প্রতি সতীশ মানশিন্ডেকে সরিয়ে শাহরুখ নিয়োগ করেছেন আইনজীবী অমিত দেশাইকে। এর আগে হিট অ্যান্ড রান মামলায় সলমন খানের আইনজীবী ছিলেন তিনি। গত ১১ অক্টোবর আরিয়ানের জন‍্য জামিনের আবেদন করেন তিনি। কিন্তু বিফল হতে হয় অমিত দেশাইকেও। এদিনও হয়নি শাহরুখ পুত্রের জামিন।

সম্পর্কিত খবর

X