বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ফলাফল সামনে এসেছে। যেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে এইবারে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এদিকে, মঙ্গলবার অর্থাৎ নির্বাচনের ফলপ্রকাশের দিন বিরাট পতন পরিলক্ষিত হয় শেয়ার বাজারে (Share Market)। বিগত চার বছরের মধ্যে শেয়ার মার্কেটে সব থেকে বড় পতনের আবহে বিনিয়োগকারীরা হারিয়েছেন ৩০ লক্ষ কোটি টাকা। মূলত, PSU এবং ব্যাঙ্কিং শেয়ারগুলিতে একটি বিশাল পতন পরিলক্ষিত হয়। এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারও ৩,০০০ টাকার নিচে নেমে যায়। পাশাপাশি, আদানি গ্রুপের শেয়ার ২০ শতাংশ কমেছে। এমন পরিস্থিতিতে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং গৌতম আদানি (Gautam Adani) বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন।
একদিন আগেই মুনাফা হয়েছিল ১১ বিলিয়ন ডলার: জানিয়ে রাখি যে, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন মুকেশ আম্বানির ৮.৯৯ বিলিয়ন ডলার (৭৫,০৭৯ কোটি টাকা) ক্ষতি হয়েছে। যেখানে আদানি গ্রুপ একদিনে ২৪.৯ বিলিয়ন ডলার (প্রায় ২,০৭,৯৪১ কোটি টাকা) ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে, এর এক দিন আগে অর্থাৎ এক্সিট পোলের ফলাফলে বাজারে ২,৫০০ পয়েন্টের উত্থান দেখা গিয়েছিল। যার ফলে আদানি গ্রুপ গত সোমবার ১১ বিলিয়ন ডলার লাভ করেছিল। পাশাপাশি, গৌতম আদানি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় ১১ নম্বর স্থানেও উঠে এসেছিলেন। যদিও, তার ঠিক পরের দিনেই ঘটে বিরাট পতন।
হয়েছে বিপুল ক্ষতি: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার বাজারে ব্যাপক পতনের প্রভাবে সম্পদ কমে যাওয়ার পাশাপাশি ধনকুবেরদের তালিকায় অনেকটাই পিছিয়ে গিয়েছেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আদানি এখন রয়েছেন ১৫ তম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ৯৭.৫ বিলিয়ন ডলার। তবে, আদানি পিছিয়ে গেলেও এই তালিকায় এগিয়ে গিয়েছেন আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ কমে গেলেও বর্তমানে তিনি রয়েছেন ১১ তম স্থানে।
আরও পড়ুন: প্রথম ম্যাচের আগেই দ্রাবিড়ের গলায় অন্য সুর! স্পষ্ট জানালেন, “বিশ্বকাপ জেতার কথা ভাবছিনা”
আদানি গ্রুপের শেয়ারে পতন: মঙ্গলবার আদানি গ্রুপের শেয়ারে রীতিমতো ধস নেমে যায়। ওইদিন আদানি গ্রিন এনার্জির শেয়ার ২০ শতাংশ কমে যায়। পাশাপাশি আদানি পাওয়ারের শেয়ার হ্রাস পায় ১৭.৫৫ শতাংশ। একইভাবে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ১৯.০৭ শতাংশ, আদানি পোর্টের ২১.৪০ শতাংশ এবং আদানি টোটাল গ্যাসের শেয়ার ১৮.৫৩ শতাংশ কমেছে। এদিকে, আদানি উইলমারের শেয়ার ১০ শতাংশ কমেছে। এছাড়াও, আদানি এনার্জি সলিউশন, এসিসি, এনডিটিভি এবং অম্বুজা সিমেন্টের শেয়ারেও পতন পরিলক্ষিত হয়। যার ফলে সামগ্রিকভাবে আদানি গ্রুপ ২৪.৯ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে।
আরও পড়ুন: বিনামূল্যে রেশন থেকে মোদীর গ্যারান্টি! রাম মন্দিরও দিলনা ভরসা, এই ৫ কারণে “ফেল” বিজেপি
এগিয়ে গেলেন আম্বানি: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় এগিয়ে বর্তমানে একাদশ স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। যদিও, আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭.৫৩ শতাংশ কমে ২,৭৯৩.৬০ টাকায় পৌঁছে গিয়েছিল। অন্যদিকে, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার ৬.৫৩ শতাংশ কমে ৩৩২.৮০ টাকা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, মুকেশ আম্বানি আবারও আদানিকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।