দেউলিয়া হয়ে যাওয়া এই কোম্পানি কিনলেন গৌতম আদানি, হু হু করে বাড়ল শেয়ারের দাম

বাংলাহান্ট ডেস্ক: কথায় আছে, ধনকুবেররা যাতেই হাত দেন তাতেই সোনা ফলে। এমনই এক ঘটনা ঘটেছে ডিবি রিয়্যাল্টির (DB Realty) সঙ্গে। ধুঁকতে থাকা এই কোম্পানির শেয়ারের দাম হঠাতই বেড়ে গিয়েছে হু হু করে। এতটাই বেড়ে গিয়েছে যে উপরের ৫ শতাংশ সার্কিটে পৌঁছে গিয়েছে দাম। আজ ৯৩.৭০ টাকায় বিক্রি হচ্ছে এক একটি শেয়ার। কিন্তু হঠাৎ এই উত্থানের কারণ কী? এর নেপথ্যে রয়েছে বড় এক কারণ। ডিবি রিয়্যাল্টির যৌথ উদ্যোগ রেডিয়াস এস্টেটস অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কিনে নিয়েছেন গৌতম আদানি (Gautam Adani)।

তবে হঠাৎ একটি ধুঁকতে থাকা কোম্পানি কেন কিনতে গেলেন আদানি? কী ডিল হয়েছিল তাদের মধ্যে? জানা গিয়েছে, আদানি গুডহোমস রেডিয়াস এস্টেটস অ্যান্ড ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের মতো একটি দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানিকে কিনে নিয়েছে। সূত্রের খবর, আদানি গ্রুপ এই সংস্থাকে ৩১৯.৭ মিলিয়ন টাকা দিয়ে কেনার প্রস্তাব জানিয়েছে। এমআইজি রিয়্যাল্টরস অ্যান্ড বিল্ডার্স হল ডিবি রিয়্যাল্টিরই একটি অংশ। 

db realty

এই কারণে তারা জানিয়েছিল যে জাতীয় সংস্থা আইন ট্রাইবুন্যাল আদানি গুডহোমসের রেজোলিউশন প্ল্যান মেনে নিয়েছে। নতুন এই ডিলের পরে আদানি গ্রুপ দশটি বিকেসি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে। বান্দ্রা কুরলা কমপ্লেক্স বা বিকেসি-তে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাঙ্কের সদর দফতর রয়েছে। পাশাপাশি, এটি বিশ্বের বৃহত্তম বস্তি ধারাবির খুব কাছে অবস্থিত। এই বস্তির পুনর্নিমাণ করার চুক্তি পেয়েছেন আদানি। 

Gautam Adani

বান্দ্রা কুরলা কমপ্লেক্স ৫ একর জমির উপর বিস্তৃত। এটির নির্মাণ শেষ হলে এখান থেকে ২৫ বিলিয়ন টাকা রাজস্ব উৎপন্ন করবে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই কারণে এই রিয়্যাল এস্টেট সংস্থা জানিয়েছে যে তাদের অধীনে থাকা গোরেগাওঁ হোটেল অ্যান্ড রিয়্যাল্টি প্রাইভেট লিমিটেড একটি লোন সেটেলমেন্ট এগ্রিমেন্টে গিয়েছে। রিলায়্যান্সে কমার্শাল ফিন্যান্স লিমিটেডের সঙ্গে এই সেটেলমেন্ট করছে তারা। 

ডিবি রিয়্যাল্টি জানিয়েছে, সব পক্ষই সব রকম ক্লেমের নিষ্পত্তি করতে রাজি হয়েছে। পাশাপাশি ডিবি রিয়্যাল্টি ও তার সহায়ক সংস্থা গোরেগাওঁ হোটেল অ্যান্ড রিয়্যাল্টি প্রাইভেট লিমিটেড রিলায়্যান্স কমার্শিয়াল ফিন্যান্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর