বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় চার নম্বরে নেমে এলেন আদানি! তাঁকে হারিয়ে দিলেন এই ধনকুবের

বাংলা হান্ট ডেস্ক: মোট সম্পদের বিচারে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় কড়া টক্কর ক্রমশ পরিলক্ষিত হচ্ছে। গত পরিসংখ্যান অনুযায়ী, ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani) বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছিলেন। পাশাপাশি, এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী হন। যদিও, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, তিনি ফের চতুর্থ স্থানে নেমে এসেছেন। বর্তমানে আদানির মোট সম্পদের পরিমান হল ১৪৬.১ বিলিয়ন ডলার।

বার্নার্ড আর্নল্ট দ্বিতীয় ধনী ব্যক্তি হয়েছেন: সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের সম্পদ বৃদ্ধির জেরেই ওই তালিকায় পিছিয়ে গিয়েছেন আদানি। শুধু তাই নয়, মোট ১৫৬.৫ বিলিয়নের মালিক হয়ে আর্নল্ট বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির তকমা পেয়েছেন। অথচ, পূর্বের পরিসংখ্যান অনুযায়ী, আর্নল্টকেই হারিয়ে তৃতীয় ধনী ব্যক্তি হয়েছিলেন আদানি। যদিও, এখন বার্নার্ড আর্নল্ট এবং আদানির মধ্যে সম্পদের পার্থক্য রয়েছে ১০ বিলিয়ন ডলারের।

এখন এই তিনজন আদানির থেকে এগিয়ে রয়েছেন: জানিয়ে রাখি যে, এখন গৌতম আদানি ১০ বিলিয়ন ডলারের ব্যবধানে চতুর্থ স্থানে নেমে এলেও চলতি বছর যেভাবে তাঁর সম্পদের পরিমান বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী তিনি খুব শীঘ্রই আবার তৃতীয় স্থানে উঠে আসতে পারেন। বর্তমানে সম্পদের নিরিখে আদানির আগে রয়েছেন ইলন মাস্ক, বার্নার্ড আর্নল্ট এবং জেফ বেজোস। এঁদের মধ্যে ইলন মাস্ক ২৫০.৫ বিলিয়ন ডলারের সম্পদের সাথে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরের তকমা পেয়েছেন। অপরদিকে, জেফ বেজোস ১৫১.৩ বিলিয়ন ডলারের মালিক হয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

বেজোসকে ছাড়িয়ে যেতে পারেন আদানি: ফোর্বসের বিলিয়নেয়ারের তালিকাটি দেখলে বোঝা যাবে যে, আদানির আর কিছুটা সম্পদ বৃদ্ধি হলেই তিনি বেজোসকে ছাড়িয়ে যেতে পারেন। আপাতত, জেফ বেজোসের সাথে তাঁর সম্পদের পার্থক্য হল মাত্র ৪.৮ বিলিয়ন ডলারের।

বিল গেটস পঞ্চম ধনী ব্যক্তি হয়েছেন: তালিকায় থাকা অন্যান্য ধনকুবেরদের মধ্যে মাইক্রোসফটের বিল গেটস ১০৬.৩ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে পঞ্চম স্থানে রয়েছেন। এর পরে ১০৩ বিলিয়ন ডলারের সাথে ল্যারি এলিসন ষষ্ঠ স্থানে রয়েছেন। অপরদিকে, প্রবীণ বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমান হল ৯৬.৭ বিলিয়ন ডলার। তিনি এখন বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।

Mukesh Ambani 1

তালিকায় এই অবস্থানে রয়েছেন মুকেশ আম্বানি: জানিয়ে রাখি যে, ভারতের আরেক ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, শীর্ষ দশ বিলিয়নেয়ারদের তালিকায় নবম স্থানে উঠে এসেছেন। বর্তমানে আম্বানির মোট সম্পদের পরিমান হল ৯১.৯ বিলিয়ন ডলার। এছাড়াও, ল্যারি পেজ ৯২.৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার আট নম্বরে রয়েছেন। অপরদিকে, সের্গেই ব্রিন ৮৮.৯ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে এই তালিকায় রয়েছেন দশম স্থানে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর