“৮ ঘণ্টার বেশি…..”, দেশের যুব সমাজকে সতর্ক করলেন আদানি! বললেন, “নাহলেই পালাবে বউ”

বাংলাহান্ট ডেস্ক : কর্মক্ষেত্রে কতটা সময় দেওয়া উচিত তা নিয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের মধ্যেই রয়েছে বিতর্ক। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব নিয়েও হয়েছে অনেক আলোচনা। গত বছর ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির ‘সপ্তাহে ৭০ ঘন্টা কাজ’ এর মন্তব্য নিয়ে হয়েছিল বিতর্ক। এবার পালটা বক্তব্য রাখলেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি (Gautam Adani)। কর্মক্ষেত্রে ৮ ঘন্টার বেশি সময় দিলে কী হতে পারে তা নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে বললেন আদানি (Gautam Adani)

সাফল্যের পেছনে ছুটতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অফিসে ব্যয়। এদিকে পরিবারের দিকে তাকানোর সময় নেই অনেকেরই। এমনটা করলে ক্ষতি হতে পারে ব্যক্তিগত জীবনেই, মন্তব্য করলেন গৌতম আদানি (Gautam Adani)। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পপতি বলেন, নিজের কাজ পছন্দ হলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অর্থাৎ কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য এমনিই বজায় থাকবে।

Gautam adani gave this suggestion to youngsters

কী বললেন আদানি প্রধান: আদানি (Gautam Adani) বলেন, ‘আমার মতে, নিজে ব্যক্তিগত ভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে যা বোঝেন তা অন্যদের উপরে চাপিয়ে দেওয়া উচিত নয়।’ এরপরেই পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজনীয়তা নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর কথায়, ‘সকলের উচিত পরিবারকে অন্তত চার ঘন্টা সময় দেওয়া। অফিসে আট ঘন্টার বেশি সময় কাটালে বউ ছেড়ে পালিয়ে যাবে’।

আরো পড়ুন : হইহই কাণ্ড ‘নিম ফুলের’ সেটে, পর্দার মেয়ে-বউকে নিয়ে আইবুড়োভাত খেলেন ‘সৃজন’ রুবেল, হাজির ‘ধ্যাষ্টামো জেঠু’ও

ফের চর্চায় ইনফোসিস কর্তার মন্তব্য: গৌতম আদানির (Gautam Adani) এই মন্তব্য নিয়ে চর্চা হওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণ মূর্তির মন্তব্যটাও আবারো লাইমলাইটে উঠে এসেছে। গত বছর ইনফোসিস কর্তা বলেছিলেন, তরুণ প্রজন্মের আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় জিততে হলে সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করা উচিত। অর্থাৎ সপ্তাহে ছয় দিন কাজের পরেও আরো অতিরিক্ত সময় কর্মক্ষেত্রে দেওয়ার পক্ষে মন্তব্য করেছিলেন তিনি।

আরো পড়ুন : ‘অনুরাগের ছোঁয়া’র পর দীর্ঘ বিরতি, নয়া অবতারে ছোটপর্দায় কামব্যাক করছেন এই অভিনেতা

এ বিষয়ে জাপান এবং জার্মানির মতো দেশের কর্মপদ্ধতির প্রসঙ্গ তুলে তুলনা করেছিলেন নারায়ণ মূর্তি। তাঁর মন্তব্য নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। এবার তাঁর বিপরীতে মন্তব্য করে চর্চায় উঠে এলেন আদানি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর