বাংলাহান্ট ডেস্ক: দালাল স্ট্রিটের অন্দরে কান পাতলে এখন একটি আলোচনাই শোনা যাচ্ছে। আদানি গ্রুপের (Adani Group) সঙ্গে হিন্ডেনবার্গের বিবাদের কথা। মার্কিন এই বিনিয়োগ গবেষণা সংস্থা তাদের রিপোর্টে জানায়, শেয়ার কারচুপি করেছে গৌতম আদানির সংস্থা। এর ফলে হু হু করে পড়ে যায় আদানি গ্রুপের শেয়ারের দাম। ক্ষতি হয় কোটি কোটি টাকার। মঙ্গলবার ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্সের সেরা ১০ কোটিপতির তালিকা থেকেও স্থানচ্যুত হন আদানি।
তবে বুধবার ফের তিনি তাঁর জায়গা দখল করে নিয়েছেন। যদিও চলতি বছরে আদানিই সবচেয়ে বেশি সম্পত্তি খুইয়েছেন। এর আগে আয়ের দিক থেকে তিনিই শীর্ষে ছিলেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্সের র্যাঙ্কিংয়ে দশম স্থানে রয়েছেন গৌতম আদানি। কার্লোস স্লিমকে টপকে এই স্থান দখল করে ফেলেছেন আদানি গ্রুপের মালিক।
যদিও এই তালিকায় আরও নীচে নেমে গিয়েছেন রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বর্তমানে তিনি রয়েছেন ১৩ তম স্থানে। উল্লেখ্য, গত বছর সেরা ১০ ধনীর তালিকায় শুধুমাত্র মুকেশ আম্বানি ও গৌতম আদানির সম্পত্তিই বৃদ্ধি পেয়েছে। ওই বছর রোজগারের দিক থেকে আদানি প্রথম স্থানে ছিলেন।
তবে এই বছর ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্সের সেরা ১০ কোটিপতির তালিকার বাইরে চলে গিয়েছেন মুকেশ আম্বানি। তিনি নেমে গিয়েছেন ১৩ তম স্থানে। চলতি বছরে যেই সব ধনকুবেরের সম্পত্তি খোয়া গিয়েছে, তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন গৌতম আদানি।
এখনও অবধি তিনি প্রায় ৩৬ বিলিয়ন ডলার খুইয়েছেন। তাঁর পরেই রয়েছেন রিলায়্যান্স গ্রুপের মুকেশ আম্বানি। তিনি এ বছর ৫.৫৯ বিলিয়ন ডলার খুইয়েছেন। তিন নম্বরে রয়েছেন ডি মার্টের ধারাকৃষ্ণ দামানি। তিনি খুইয়েছেন ২.৫১ বিলিয়ন ডলার।