বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গৌতম আদানি (Gautam Adani) এবং তাঁর ভাগ্নে সাগর আদানি সহ আদানি গ্রুপের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক এর বিরুদ্ধে মামলা করার জন্য আমেরিকা ভারতের সাহায্য চেয়েছে। রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার সংস্থা SEC ভারতের আইন মন্ত্রকের কাছে সাহায্য চেয়েছে।
ফের বিপদের সম্মুখীন গৌতম আদানি (Gautam Adani):
এই মামলাটি শেয়ারের তথাকথিত কারচুপি এবং ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষের সাথে সম্পর্কিত। এমতাবস্থায়, আমেরিকার SEC আদানি গ্রুপের তদন্ত করছে। SEC নিউইয়র্কের একটি আদালতকে বলেছে যে, গৌতম (Gautam Adani) এবং সাগর আদানিকে আদালতের নোটিশ দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা দু’জনেই ভারতে থাকেন।
গত বছর, ব্রুকলিনের ফেডারেল প্রসিকিউটররা আদানি (Gautam Adani) এবং তাঁর গ্রুপের একাধিক আধিকারিকদের ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত করেছিলেন। আদানি গ্রিন এনার্জি থেকে বিদ্যুৎ কেনার জন্য এই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলা হয়।
আরও পড়ুন: NFT-র দুনিয়ায় ভারতের পদার্পণ, ঘোড়ার গতিতে ছুটবে TreasureNFT! জানুন বিস্তারিত
এর পাশাপাশি আদানি গ্রুপ আমেরিকান বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ উঠেছে। আরও জানানো এই যে, তিনি কোম্পানির দুর্নীতিবিরোধী পদক্ষেপ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। তবে, আদানি গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। গ্রুপটি বলেছে যে তারা সমস্ত আইনি বিকল্প ব্যবহার করবে।
আরও পড়ুন: মোদী ম্যাজিক! এবার এই দেশের সাথে দ্বিগুণ হতে চলেছে দ্বিপাক্ষিক বাণিজ্য, বাজিমাত ভারতের
ঘটনাটি কী: SEC তার অভিযোগে বলেছে যে, গৌতম আদানি (Gautam Adani), সাগর আদানি এবং অন্য ৬ জন আধিকারিক ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে সরকারি আধিকারিকদের ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষ দিয়েছেন। সোলার পাওয়ারের লোভনীয় চুক্তি হাসিল করার জন্য এই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। অনুমান অনুযায়ী, এই চুক্তি ২০ বছরে ২ বিলিয়ন ডলারের মুনাফা এনে দিতে সক্ষম।