বাংলা হান্ট ডেস্ক: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) এবার একটি বড় ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি বলেছেন যে, তাঁর গ্রুপ উত্তরপ্রদেশে সর্বাধিক বিনিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। জানিয়ে রাখি যে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ এই ধনকুবের তাঁর স্ত্রী প্রীতি আদানির সাথে মহাকুম্ভে উপস্থিত হয়েছিলেন।
কি জানিয়েছেন গৌতম আদানি (Gautam Adani)
সেখানে তিনি (Gautam Adani) জানান যে, উত্তরপ্রদেশে বিশাল সুযোগ রয়েছে এবং রাজ্য সরকার যেভাবে উন্নয়নের জন্য কাজ করছে তাতে আদানি গ্রুপের নিরবিচ্ছিন্ন অবদান থাকবে। এর পাশাপাশি, আদানি গ্রুপ উত্তরপ্রদেশে আরও বেশি বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও জানান তিনি। এদিকে, মহাকুম্ভের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “এখানকার জাঁকজমক ও আয়োজনের জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাই।”
তিনি (Gautam Adani) বলেন, “এই মেলায় কোটি কোটি মানুষের সমাগম এবং এখানকার পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যবস্থাপনা শিল্প প্রতিষ্ঠানের গবেষণার বিষয়। এখানে উপস্থিত হওয়া একটি চমৎকার অভিজ্ঞতা। এদিকে, কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন যে, গৌতম আদানি এবং তাঁর স্ত্রী তথা আদানি ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রীতি আদানি গঙ্গায় স্নান করেছিলেন এবং প্রার্থনা করেন।
আরও পড়ুন: ধূর্ত চিনের হাত ধরে স্বপ্নপূরণ করে ফেলল “কাঙাল” পাকিস্তান! চিন্তা বাড়ল ভারতের, ব্যাপারটা কী?
এর পাশাপাশি তাঁরা গঙ্গার তীরে অবস্থিত শঙ্করা বিমানমণ্ডপম মন্দিরও পরিদর্শন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আদানি গ্রুপ মহাকুম্ভ মেলায় প্রসাদ বিতরণের জন্য ইসকনের সাথে চুক্তি করেছে এবং গৌতম আদানি (Gautam Adani) প্রসাদ বিতরণ পরিষেবাতে অংশ নিতে প্রয়াগরাজে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন: ১৩ বছর পর পুরনো “মেজাজে” ফিরছেন কোহলি! নিয়ে ফেললেন “বিরাট” সিদ্ধান্ত, অবাক অনুরাগীরাও
পরিবর্তন আনছে আদানি ফাউন্ডেশন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani) তাঁর আদানি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজে একটি বড় পরিবর্তন আনছেন। আদানি ফাউন্ডেশন শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে দারুণ কাজ করছে। শুধু তাই নয়, আদানি গ্রুপ প্রতি বছর ফাউন্ডেশনে বিপুল অর্থ বিনিয়োগ করে হাজার হাজার দরিদ্র শিশু ও মহিলাদের জীবন পরিবর্তনের জন্য প্রত্যক্ষভাবে ইতিবাচক কাজ করছে।