বাংলা হান্ট ডেস্ক: গত ২৪ জানুয়ারি আমেরিকান শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) আদানি গ্রূপ (Adani Group) সম্পর্কিত একটি রিপোর্ট সামনে আসার পরই চরম ক্ষতির সম্মুখীন হয় ওই গ্রূপ। এমনকি, এক মাসেরও বেশি সময় ধরে আদানি গ্রুপের শেয়ারে তীব্র পতন পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, এহেন নেতিবাচক রিপোর্টের জেরে গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিরও (Gautam Adani) মোট সম্পদের পরিমান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে যায়।
এমতাবস্থায়, বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় তৃতীয় থেকে ৩৫ তম স্থানেও নেমে আসতে হয় তাঁকে। যদিও, বিগত কয়েকদিনে সামগ্রিকভাবে পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। ইতিমধ্যেই আদানি গ্রুপের একাধিক শেয়ার ক্রমাগত আপার সার্কিট স্পর্শ করছে। পাশাপাশি কম্বাইন্ড মার্কেট ক্যাপ ৯ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। এর ফলে লাভবান হয়েছেন গৌতম আদানিও। শুধু তাই নয়, গত দশ দিনে বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় দ্রুত এগিয়েছেন তিনি।
ইতিমধ্যেই ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে যে বর্তমানে, আদানি ৫৪ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ২২ নম্বর স্থানে রয়েছেন। এদিকে, গত বুধবার তাঁর মোট সম্পদের পরিমান ১.৯৭ বিলিয়ন ডলার বেড়েছে। যদিও, সামগ্রিকভাবে চলতি বছর তাঁর মোট সম্পদের পরিমান ৬৬.৫ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।
পাশাপাশি, গত বুধবার গ্রুপের তালিকাভুক্ত দশটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এমনকি, আপার সার্কিট ছুঁয়ে বন্ধ হয়েছে পাঁচটি স্টক। এদিকে, গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার প্রায় তিন শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে। পাশাপাশি পাঁচটি শেয়ার পাঁচ শতাংশের আপার সার্কিট স্পর্শ করেছে। এর মধ্যে রয়েছে আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি উইলমার, আদানি ট্রান্সমিশন এবং আদানি টোটাল গ্যাস।
প্রথম দশে কারা রয়েছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দেশের সবচেয়ে মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এই তালিকায় একাদশ স্থানে রয়েছেন। গত বুধবার তাঁর মোট সম্পদ ১৭০ মিলিয়ন ডলার বেড়েছে। পাশাপাশি, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমান হল ৮৩.৬ বিলিয়ন ডলার। এদিকে, ১৮৭ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আরনাল্ট। পাশাপাশি, ইলন মাস্ক রয়েছেন দ্বিতীয় স্থানে (১৭০ বিলিয়ন ডলার)। এছাড়াও, জেফ বেজোস তৃতীয় (১১৭ বিলিয়ন ডলার), বিল গেটস চতুর্থ (১১৪ বিলিয়ন ডলার), ওয়ারেন বাফেট পঞ্চম (১০৯ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন ষষ্ঠ (১০১ বিলিয়ন ডলার), স্টিভ বলমার সপ্তম (৯০.৫ বিলিয়ন ডলার), ল্যারি পেজ অষ্টম (৮৮.৩ বিলিয়ন ডলার), কার্লোস স্লিম নবম (৮৭.২ বিলিয়ন ডলার) ও সের্গেই ব্রিন (৮৪.৪ বিলিয়ন ডলার) রয়েছেন দশম স্থানে।